বাংলায় বড় বিনিয়োগ আনতে মরিয়া সরকার! এবার গৌতম আদানির ছেলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: বাংলার মসনদে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই বাংলায় বড় বিনিয়োগ আনতে মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গে বিনিয়োগের লক্ষ্যে চলতি বছরের ২০ ও ২১ এপ্রিল দু’দিন যাবৎ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।

আবার এই সম্মেলনকে নজরে রেখেই গত বছর ডিসেম্বরে মুম্বইয়ের শিল্প সম্মেলনেও যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অবশ্য দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাঁকে রাজ্যের বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের আমন্ত্রণও জানিয়ে এসেছিলেন মমতা।

তবে, গত বছরের ডিসেম্বরেই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান তথা ভারতের অন্যতম বিজনেস টাইকুন গৌতম আদানি। এই বার আরও একধাপ এগিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এলেন গৌতমের ছেলে করণ আদানি।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ডিসেম্বরে মমতার সঙ্গে বৈঠকের পর গৌতম নিজে টুইট করে জানিয়েছিলেন যে, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আমি ২০২২-এর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (বিজিবিএস) যোগদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।”

পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠক তারই ফলস্বরূপ বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

WhatsApp Image 2022 02 10 at 5.59.33 PM

এর আগে রাজ্য সরকার দ্বারা আয়োজিত বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি এবং একাধিক শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও হয়েছে। চলতি বছরের সম্মেলনেও দেশ-বিদেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে।

এদিকে, করোনা পরিস্থিতির জেরে গত দু’বছর বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি রাজ্যে। এমতাবস্থায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয় বার জয়লাভের পর প্রথম বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে সরকার। এই বাণিজ্য সম্মেলন নিয়ে ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর