স্বচ্ছ ভারত মিশনেই বিপুল লক্ষ্মীলাভ! শুধুমাত্র ‘এই’ জিনিস বেচে কোষাগারে এল ২ হাজার কোটি টাকা

বাংলাহান্ট ডেস্ক : একদিকে দেশ পরিচ্ছন্ন হচ্ছে, অন্যদিকে সরকারি কোষাগার ভরছে কোটি কোটি টাকায়। স্বচ্ছ ভারত মিশনের (Swachh Bharat Mission) যে এমনও এক লাভজনক দিক রয়েছে তা কি কেউ ভাবতে পেরেছিলেন? কিন্তু এমনটাই যে ঘটেছে বাস্তবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে প্রকল্প চালু করেছিলেন, কয়েক বছরেই তার ইতিবাচক দিক দেখা যেতে শুরু করেছে। এই মিশনের দৌলতে দশ বছরে দেশে তো স্বচ্ছতা অভিযান (Swachh Bharat Mission) চালানো হয়েছেই, উপরন্তু সরকারের ভাণ্ডারেও এসেছে কয়েক হাজার কোটি টাকা।

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) থেকে রাজস্ব আদায় সরকারের

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) থেকে কার্যত লক্ষ্মী লাভ হয়েছে সরকারের। এই প্রকল্পের আওতায় বিভিন্ন অফিসের স্ক্র্যাপ বিক্রি করে প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি আয় হয়েছে সরকারের। খোদ সরকারের তরফেই দেওয়া হয়েছে এই লাভের অঙ্কের খতিয়ান। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Government earned revenue from swachh bharat mission

কত টাকা আয় হল সরকারের: রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। শুধুমাত্র তিন বছরেই অফিসের স্ক্র্যাপ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেছে সরকার। তিনি লিখেছেন, ‘২০২১ সাল থেকে স্ক্র্যাপ বিক্রি করে সরকারি কোষাগারে ঢুকেছে ২ হাজার ৩৬৪ কোটি টাকা।’ চলতি বছরের ২ রা থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত বিশেষ স্বচ্ছতা অভিযানেই (Swachh Bharat Mission) ৬৫০ কোটি টাকার বেশি আয় হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আরো পড়ুন : ৫৩-তে এসে ফের অন্তঃসত্ত্বা ঋতুপর্ণা? অভিনেত্রীর নাচের ভিডিওতে জোরালো জল্পনা

প্রশংসা করলেন প্রধানমন্ত্রী: টুইটটি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রশংসনীয়! দক্ষ ব্যবস্থাপনা এবং সক্রিয় চেষ্টার মাধ্যমে দারুণ ফলাফল এসেছে। এতেই বোঝা যায় সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে একত্রে পরিচ্ছন্নতা এবং অর্থনীতি প্রচার করা যায়’।

আরো পড়ুন : ফের উত্তপ্ত কাশ্মীর! জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক সেনা আধিকারিক, ভূস্বর্গে বাড়ল নিরাপত্তা

আসলে সরকারি সূত্রে জানা যায়, স্বচ্ছ ভারত মিশনে (Swachh Bharat Mission) দেশের বিভিন্ন জায়গায় কয়েক লক্ষ অফিসে স্বচ্ছতা অভিযান চালানো হয়ে থাকে। এইসব অফিস থেকে স্ক্র্যাপ বিক্রি করেই কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয় সরকারের। এতে একদিকে যেমন সরকারি কোষাগারে লাভ হচ্ছে, তেমনি অফিসগুলিতেও কর্মীদের কাজের জন্য অনেকটা জায়গা ফাঁকা হয়েছে।

 

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর