এবার ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি পেলেন সরকারি কর্মীরা, বিরাট সিদ্ধান্ত রাজ্যের

বাংলাহান্ট ডেস্ক : শীত পড়তে না পড়তেই খবরের শিরোনামে দিল্লি। ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। দূষণ ক্রমে উর্দ্ধমুখী। বিগত কয়েক দিনে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০ ছুঁয়ে ফেলেছে কিছু জায়গায়। দুর্বিষহ পরিস্থিতিতে মাথায় হাত পড়ার জোগাড় দিল্লি সরকারের। এমতাবস্থায় এবার সরকারি কর্মচারীদের (Government Employee) জন্যও শুরু হল ওয়ার্ক ফ্রম হোমের বন্দোবস্ত।

সরকারি কর্মচারীরা (Government Employee) পেল ওয়ার্ক ফ্রম হোম

রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের (Government Employee) ৫০ শতাংশকে দেওয়া হল বাড়ি থেকে কাজ করার অনুমতি। অফিসে যেতে হবে না তাঁদের। প্রতিদিন বাড়ি থেকেই কাজ করতে পারবেন তাঁরা। বুধবার থেকেই চালু হয়ে গেল এই নতুন নিয়ম। এর ফলে দূষণ নিয়ন্ত্রণে কিছুটা সহায়তা হবে বলেই আশাবাদী সরকার।

Government employee get work from home in this state

প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাপনে: দিল্লির দূষণে ইতিমধ্যেই দিল্লির প্রতিটি স্কুলে পঠনপাঠন অফলাইন থেকে অনলাইন করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও চলছে অনলাইন ক্লাস। মাত্রাছাড়া দূষণে দৃশ্যমানতা কমেছে লক্ষণীয় ভাবে। কিছু কিছু জায়গায় এক হাত দূরের জিনিসও দৃশ্যমান নয়। ধোঁয়াশার কারণে বাতিল করতে হয়েছে একাধিক ট্রেন। আংশিক প্রভাব পড়েছে বিমান চলাচলেও।

আরো পড়ুন : হিন্দু হয়ে জন্ম, হঠাৎ ধর্ম বদলে মুসলিম হলেন কেন এ আর রহমান? তাঁর আসল নাম কী ছিল জানেন?

দূষণ মাত্রা ছাড়িয়েছে রাজধানীতে: প্রতি বছরই শীতে রাজধানীর আকাশ ঢাকে ধোঁয়া এবং কুয়াশায়। কিন্তু এ বছর যেন প্রথম থেকেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে দূষণ। যেখানে AQI ৪৫০ পেরোনো মানে অতি বিপজ্জনক বলে বিবেচিত হয়, সেখানে গত কয়েক দিনে দিল্লির (Government Employee) AQI ৫০০ ছুঁইছুঁই হয়ে গিয়েছিল। দূষণ কমাতে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামাতে প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই।

আরো পড়ুন : সাত মাসেই বিরাট অঘটন, খোদ নায়িকাই বদলে যাচ্ছে এই সিরিয়ালে!

দূষণ নিয়ন্ত্রণের চতুর্থ অর্থাৎ সর্বোচ্চ স্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এমতাবস্থায় অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ি অন্য কোনো ট্রাক দিল্লি এবং সংলগ্ন এলাকায় প্রবেশ করতে পারবে না। থাকছে কিছু ব্যতিক্রম। নির্মাণকাজও বন্ধ রাখা হয়েছে রাজধানীতে। বুধবার AQI কিছুটা কমলেও বিপদ সীমার মধ্যেই রয়েছে দিল্লি।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর