পেনশনভোগীদের জন্য সুখবর! হুড়মুড়িয়ে বাড়বে অ্যাকাউন্ট ব্যালেন্স! জারি নয়া নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। বিগত কয়েক মাসের জল্পনা কল্পনায় ইতি টেনে ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিআর বাড়িয়েছে সরকার। এবার পেনশনভোগীদের জন্যই বড় খবর!

  • ৫৩% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, জুলাই ২০২৪ থেকে মহার্ঘ ভাতার (Dearness Allowance) নয়া হার কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী, উভয়েরই ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা। এবার এই নিয়েই সামনে আসছে বড় আপডেট।

গত ৩০ অক্টোবর পেনশন কল্যাণ দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Government Employees) এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ-র উচ্চরাশি প্রাপ্ত করতে পারেন। অর্থাৎ তাঁরা এর দাবিদার।

আরও পড়ুনঃ বন্ধ হওয়ার গুঞ্জন! দিওয়ালির আবহে বেঙ্গল টপার এই মেগা! নাম দেখলে মাথা ঘুরে যাবে

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এতদিন সপ্তম বেতন কমিশনের অধীন ৫০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্র। গত জুলাই মাস থেকে তা কার্যকর করার কথা জানানো হয়েছে। ফলে বর্তমানে তাঁরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

Government employees Dearness Allowance DA hike

ডিএ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করা হয়েছিল। জানানো হয়, বকেয়া ৩ মাসের ডিএ-ও মিটিয়ে দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রত্যেকে সেই টাকা পেয়ে গিয়েছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের অতিরিক্ত লক্ষ্মীলাভ হয়েছে বলে খবর।

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর একাধিক রাজ্যের রাজ্য সরকারি কর্মীদেরও (Government Employees) মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, একাধিক রাজ্যের সরকার ডিএ বাড়ানোর ঘোষণা করেছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর