নজিরবিহীন! ভোটের মাঝেই কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সরকার, DA নিয়ে কী আপডেট?

   

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোট। শেষ দফায় ভোটগ্রহণ রয়েছে আগামী শনিবার। এরই মাঝে সরকারি কর্মীদের (Government Employees) ‘সেলফ অ্যাসেসমেন্ট’ রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বৃদ্ধি করল প্রশাসন। জম্মু ও কাশ্মীরে এমনই খবর সামনে আসছে। আগে ৩১ মে-এর মধ্যে এই রিপোর্ট জমা করার নির্দেশ ছিল। তবে এবার ভোটের মাঝেই সেই সময়সীমা বাড়ানো হল। আগামী ১৫ জুনের মধ্যে অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

জানিয়ে রাখি জম্মু ও কাশ্মীরে জানুয়ারি থেকে মার্চ সময়কালের কাজের খতিয়ান এই রিপোর্টে দিতে হবে সরকারি কর্মীদের। আর ভোটের মাঝেই এর ডেডলাইন বৃদ্ধি করা হল। এদিকে সেই রাজ্যের অর্থ দফতরের ‘কোডস ডিভিশন’ সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

নির্দেশিকা জারি করে বলা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে। লোকসভা নির্বাচন চলায় আদৰ্শ আচরণবিধি জারি রয়েছে। এই সময় ভোটের মাঝে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি কার্যত নজিরবিহীন। অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে।

উল্লেখ্য, আগে জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীরা ৪৬% হারে ডিএ পেতেন। বর্তমানে তা ৪% বৃদ্ধি করা হয়েছে। ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। এই আবহে এবার জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশ হল। ফলে কেন্দ্রের কর্মীদের সাথে রাজ্যের কর্মীদের কোনো ফারাক থাকল না।

govt employees 2

আরও পড়ুন: ‘রেমাল’ এর তাণ্ডব শুরু! দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি, ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়, জারি হাই অ্যালার্ট

মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানান হয়েছে। পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকেয়া ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের। মে মাসের বেতনের সঙ্গেই তা দিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের। সপ্তম বেতন কমিশনের অধীনে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর