মেলেনি মন মত DA! এরই মধ্যে মঙ্গলবার থেকে যা করতে চলেছেন সরকারি কর্মীরা…

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রাপ্তি হয়েছে। তবে তাতে না-খুশ সরকারি কর্মচারীদের (Government Employees) একটা অংশ। বাজেটে বাংলার সরকারি কর্মীদের জন্য মাত্র ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে মমতা সরকার। যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ (DA)। এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর যখন ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীদের একাংশ।

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি পূরণ না হওয়ায় মঙ্গল ও বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হবেন তারা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কড়া প্রতিক্রিয়া দেন।

ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বলেন,” রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা যে ভাবে আন্দোলন চালাচ্ছি, সে ভাবেই চালিয়ে যাব।” আগামী ১৮-১৯ তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজ্য বাজেট (State Budget 2025-26) থেকে সরকারি কর্মীদের বাড়তি ডিএ (Dearness Allowance) উপহার দিয়েছেন মমতা। ৪% শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ১৮%। যা পয়লা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।

Dearness Allowance

আরও পড়ুন: দিনভর চলল স্পেশাল ড্রাইভ! একদিনেই এক লক্ষের বেশি জরিমানা আদায় করল পুলিশ

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে ডিএ পাচ্ছেন। ফলে ফারাক সামান্য কমে দাড়িয়েছে– ৩৫ শতাংশে (৫৩%-১৮%)। সবমিলিয়ে খুশি নন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশনের ঘোষণা করেছে। আর সরকারের এই ঘোষণার পর থেকেই কেন্দ্র-রাজ্যের ডিএ-বৈষম্য নিয়ে আরও বেশি সুর চড়াতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর