৩১ আগস্ট অবধি সময়! এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে বেতন! সরকারি কর্মীদের কড়া নির্দেশ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। ৩১ আগস্টের মধ্যে এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে বেতন (Government Employees)! ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। এবার সরকারের নির্দেশ অনুযায়ী যথাযথ তথ্য জমা না করলে মাইনে আটকে দেওয়া হবে।

  • সরকারি কর্মীদের (Government Employees) জন্য কড়া নির্দেশিকা রাজ্যের!

সম্প্রতি রাজ্য সরকারের (State Government) তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের কাছে আগামী ৩১ আগস্ট অবধি সময় রয়েছে। এই সময়কালের মধ্যে তাঁদের সরকারি পোর্টালে নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিবরণ জানাতে হবে। যারা এই নির্দেশ মানবেন না, তাঁদের আগস্ট মাসের মাইনে কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

  • এক নির্দেশিকায় ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মীদের!

রাজ্য সরকারি কর্মীদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিবরণ সংক্রান্ত এই নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার (Government of Uttar Pradesh)। জানানো হয়েছে, গত বছর ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের গত বছরের স্থায়ী এবং অস্থায়ী সম্পত্তির বিবরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর সেই ডেডলাইন বাড়িয়ে প্রথমে ৩০ জুন, এরপর ৩১ জুলাই করা হয়নি। এবার ৩১ আগস্টের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হল।

আরও পড়ুনঃ বেলা গড়াতেই শুরু হবে বর্ষণ! আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি সতর্কতাঃ আবহাওয়ার খবর

এই বিষয়ে যোগী রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার সিং বলেন, সরকারি কর্মীদের (Government Employees) স্থাবর, অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা থাকলেও হিউম্যান রিসোর্স পোর্টালে দেখা যাচ্ছে, বহু কর্মী তা জমা করেননি। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ৩১ আগস্টের মধ্যে সকল রাজ্য সরকারি কর্মীরা যাতে এই তথ্য জমা দেন, সেই বিষয়ে সকল দফতরে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Government employees

একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বর্তমানে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মোট ১৭.৮ লক্ষ রাজ্য সরকারি কর্মী রয়েছেন। রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, হিউম্যান রিসোর্স পোর্টালে যে সকল রাজ্য সরকারি কর্মীর নাম নথিভুক্ত করা রয়েছে, তাঁদের মধ্যে মাত্র ২৬% কর্মী নিজের স্থাবর, অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন। অর্থাৎ সিংহভাগ সরকারি কর্মী এখনও নিজেদের সম্পত্তির বিবরণ জমা দেননি বলে জানা যাচ্ছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, সম্পত্তির বিবরণ না দেওয়ার কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজনের (Government Employees) প্রোমোশন আটকে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও তেমন সুরাহা না হওয়ায় এবার বেতন বন্ধের হুঁশিয়ারির পথে হাঁটল সরকার। আগামী ৩১ আগস্টের মধ্যে যারা এই তথ্য জমা করবেন না, তাঁদের আগস্ট মাসের বেতন পাওয়া থেকেও বঞ্চিত থাকতে হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর