বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের একদফায় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। সম্প্রতি তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। শোনা যাচ্ছে শীঘ্রই সপ্তম পে কমিশন আসতে চলেছে। বর্তমানে সেই অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা। তবে এরই মাঝে বড়সড় সুখবর।
এতদিন গ্রুপ ইনস্যুরেন্স বাবদ সরকারি কর্মীদের বেতন থেকে টাকা কাটা হত। তবে এবার সেই নিয়মে বদল আনা হল। জানানো হয়েছে এবার থেকে আর সেই অর্থ কাটা হবে না। তবে শুধুমাত্র ২০১৩ সালের ১ সেপ্টেম্বরের পরে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কাজে যোগ দিয়েছেন, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তাদের বেতন থেকে আর গ্রুপ ইনস্যুরেন্সের টাকা কাটা হবে না বলেই জানানো হয়েছে।
২১ জুন ইপিএফও-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ ইনস্যুরেন্স নিয়ে অবগত করা হয়েছে। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেটে আরও বেশি টাকা ঢুকবে। এবার থেকে বেতন বাবদ অতিরিক্ত টাকা আসবে এই সরকারি কর্মীদের হাতে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮২ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স স্কিম চালু করা হয়। এর মারফত কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর মৃত্যুতে পরিবারকে ইনস্যুরেন্স কভার অথবা সরকারি কর্মীর অবসরের পর এককালীন মোটা অঙ্কের টাকা প্রদান করা হট। তার বিনিময়ে মাসে মাসে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হত।
আরও পড়ুন: অষ্টম পাশেই চাকরি! বিপুল পরিমাণ নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার, এই ভাবে করুন আবেদন
তবে এবার ইপিএফও-র তরফ জানানো হয়েছে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ ২০১৩ সালের ১ সেপ্টেম্বরের পরে কাজে যোগ দেওয়া সরকারি কর্মীদের বেতন থেকে টাকা কাটা হত তা আর নেওয়া হবে না। পাশাপাশি আরও জানানো হয়েছে বিগত প্রায় ১১ বছর বছর ধরে এই বাবদ সরকারি কর্মীদের বেতন থেকে যে টাকা কাটা হয়েছে, সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে।
তাহলে কী এবার এই সকল সরকারি কর্মীদের ‘ইন হ্যান্ড স্যালারি’ বাড়তে পারে? কারণ যে টাকা গ্রুপ ইনস্যুরেন্সের জন্য কাটা হত, সেই টাকা এখন আর নেওয়া হবে না। অর্থাৎ তা সরাসরি সংশ্লিষ্ট সরকারি কর্মীর পকেটে ঢুকবে। তবে জানিয়ে রাখি, গ্রুপ ইনস্যুরেন্স বাবদ সরকারি কর্মীদের খুব বেশি বেতন কাটা হত না। তাই ইন হ্যান্ড স্যালারি উল্লেখযোগ্যভাবে বাড়বে না।