সরকারি কর্মীদের আয় বাড়ছে ১৯ শতাংশ, সামনে বিরাট আপডেট, লাভবান হবেন লক্ষ লক্ষ কর্মচারী

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই একাধিক খুশির খবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেড়েছে ডিএ সহ একাধিক ভাতা। বর্তমানে ৫০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসে ফের একবার বাড়বে সেই মহার্ঘ ভাতা। এরই মাঝে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য একেবারে নয়া পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। যার মাধ্যমে মিলতে পারে বিশেষ সুবিধা।

সরকারি কর্মীদের আয় বাড়বে (Government Employees)

কেন্দ্রের নয়া পেনশন প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে ১৯ শতাংশ আয় পেতে পারেন সরকারি কর্মীরা। জানেন কীভাবে? বহুদিন ধরেই বিদ্যমান পেনশন স্কিমের পরিবর্তনের দাবি তুলে আসছেন সরকারি কর্মচারীরা। সামনেই হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে রয়েছে বিধানসভা নির্বাচনও রয়েছে। এই আবহে ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই Unified Pension Scheme এর ঘোষণা করে কেন্দ্র। এই নতুন পেনশন প্রকল্পে ১) নিশ্চিত পেনশন ২) নিশ্চিত পারিবারিক পেনশন ৩) নিশ্চিত ন্যূনতম পেনশন এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। যে সকল সরকারি কর্মচারী এপ্রিল ২০০৪ সালের পর থেকে চাকরি শুরু করেছিলেন তারা এই নতুন পেনশন ব্যবস্থার সুবিধা পেতে পারেন।

কেন্দ্রীয় সরকারের মতে, যে সমস্ত সরকারি কর্মচারীরা ইউপিএস সুবিধা নেবেন তারা এই নতুন প্রকল্প থেকে অনেক উপকৃত হবেন। প্রথমত এই নতুন প্রকল্পে পেনশন তহবিলে সরকারের অবদান বেড়ে দাঁড়াবে ১৮.৫ শতাংশ। বর্তমানে তার পরিমাণ রয়েছে ১৪ শতাংশ। টাইমস অফ ইন্ডিয়া সমীক্ষা অনুসারে এর ফলে সরকারি কর্মচারীদের বেতনে প্রভাব পড়বে। আয় সরাসরি ১৯ শতাংশ
বাড়বে।

তবে যেসকল কর্মচারীর মাসিক বেতন ৫০০০০ টাকা, তারাই এর সুবিধা নিতে পারবেন। টাইমস ওফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মচারীরা এই প্রকল্প থেকে তাদের বার্ষিক বেতন বৃদ্ধিতে ৩ শতাংশ বৃদ্ধি দেখতে পাচ্ছেন। যার মানে হচ্ছে এটি ৪ শতাংশ CAGR-এর একটি চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হারে পৌঁছাতে পারে।

নতুন পেনশন স্কিম অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের পঞ্চাশ শতাংশ (বেসিক স্যালারির ৫০ শতাংশ) পেনশন হিসেবে পাবেন। পাশাপাশি Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবেন।

Dearness allowance hike Central Government employees latest update

আরও পড়ুন: ঝোড়ো হাওয়া! আজ সকাল থেকেই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়: আবহাওয়ার খবর

এই নয়া স্কিমের আওতায় ন্যূনতম ১০ বছর চাকরি করলে অ্যাসিরওড মিনিমাম পেনশন (Assured Minimum Pension) অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন। যা সরকারি কর্মীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই নতুন প্রকল্প বলবৎ হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর