ডবল ধামাকা! ৩% DA বৃদ্ধির পর এবার সরকারি কর্মীদের জন্য আরও ১ সুখবর দিল সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগেই নিজের কর্মীদের খুশি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) ৩ শতাংশ বৃদ্ধি অনুমোদন করেছে। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় এক কোটি মানুষ।

চাকুরিরত এবং পেনশন ভোগীদের জন্য অর্থাৎ ডিএ ও ডিআর দুই-ই বৃদ্ধি করা হয়েছে। বুধবার ডিএ বৃদ্ধির খবর খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে। মুদ্রাস্ফীতির প্রভাবে সরকারি কর্মচারীদের চাপ কিছুটা হলেও কমবে। এমনিতেই নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়।

আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। সপ্তম বেতন কমিশনের রিপোর্ট অনুসারে, যখন মহার্ঘ ভাতা মূল বেতনের ৫০ শতাংশ হয়ে যায়, তখন বাড়ি ভাড়া ভাতা সহ অনেক ভাতাও সংশোধন করা হয়। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধি করা হয়েছে। তেমনই পাশাপাশি আরও ১ টি সুখবর রয়েছে। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের বেতনের পাশাপাশি কর্মচারীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে।

Central Government employees Dearness Allowance 3% DA hike with three months arrear

আরও পড়ুন:রাজ্যের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব! জনস্বার্থ মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের

এদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একাংশ। পুজোর অবহেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নতুন করে ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়নি। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ হল ৫৩ শতাংশ। ফলে এবার ফারাক হয়েছে দাঁড়াল ৩৯ শতাংশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর