বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে বড় খবর দিয়েছে কেন্দ্র। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) ৩ শতাংশ বৃদ্ধি অনুমোদন করেছে। যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে ১ জুলাই থেকে।
বেশ কিছুদিন থেকেই ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় শীলমোহর দিয়েছে কেন্দ্র। চাকুরিরত এবং পেনশন ভোগীদের জন্য অর্থাৎ ডিএ ও ডিআর দুই-ই বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। বুধবার ডিএ বৃদ্ধির খবর খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী।
আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে।
সরকারি কর্মীদের ৩ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা পেলে কত টাকা বাড়বে? দেখে নিন হিসেব। বর্তমানে একজন সরকারি কর্মচারীর মূল বেতন ৫৫,২০০ টাকা হলে বর্তমানে ৫০% হারে তার মহার্ঘ ভাতা হচ্ছে ২৭,৬০০ টাকা। এবার ডিএ ৫৩ শতাংশ হলে মহার্ঘ ভাতা বেড়ে হবে ২৯, ২৫৬ টাকা হবে। অর্থাৎ কর্মীদের বেতন ২৯,২৫৬ টাকা – ২৭,৬০০ টাকা = ১,৬৫৬ টাকা বাড়বে।
আরও পড়ুন: আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি! হলুদ সতর্কতা এই ৪ জেলায়, কবে কমবে দাপট? আবহাওয়ার খবর
প্রসঙ্গত, নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের বেতনের পাশাপাশি কর্মচারীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের।