সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! দীপাবলির আগেই অ্যাকাউন্টে মোটা টাকা দেবে কেন্দ্র সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগেই বড়সড় ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।

সরকার তরফে যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে ১ জুলাই থেকে। চাকুরিরত এবং পেনশন ভোগীদের জন্য অর্থাৎ ডিএ ও ডিআর দুই-ই বৃদ্ধি করা হয়েছে। আগেই হাফ সেঞ্চুরি হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। ওদিকে সরকারের এই সিদ্ধান্তের ফলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর অর্থাৎ এই তিন মাসের এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

উৎসবের মধ্যেই ডিআর এর এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও। ফলে পকেটে আসবে মোটা টাকা। এর আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে।

সরকারি কর্মীদের ৩ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা পেলে কত টাকা বাড়বে? দেখে নিন হিসেব। বর্তমানে একজন সরকারি কর্মচারীর মূল বেতন ৫৫,২০০ টাকা হলে বর্তমানে ৫০% হারে তার মহার্ঘ ভাতা হচ্ছে ২৭,৬০০ টাকা। এবার ডিএ ৫৩ শতাংশ হলে মহার্ঘ ভাতা বেড়ে হবে ২৯, ২৫৬ টাকা হবে। অর্থাৎ কর্মীদের বেতন ২৯,২৫৬ টাকা – ২৭,৬০০ টাকা = ১,৬৫৬ টাকা বাড়বে।

dearness allowance

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে তোলপাড়! কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায় সতর্কতা, দিনভর ঝড়-বৃষ্টি কোথায় কোথায়?

প্রসঙ্গত, নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের বেতনের পাশাপাশি কর্মচারীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের। এদিকে এবার অষ্টম পে কমিশনের দাবি জানাচ্ছেন সরকারি কর্মীরা। ২০২৬ সাল থেকে তা প্রযোজ্য হওয়ার কথা। তবে অষ্টম পে কমিশন নিয়ে এখনও কিছু জানানো হয়নি সরকার তরফে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর