বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) ইস্যুতে উত্তাল বাংলা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees)। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে উঠেছে মামলা। তবে কোনো সুরাহা হয়নি। এরই মধ্যে মারাত্মক অভিযোগ নিয়ে শোরগোল অন্য রাজ্যে।
অভিযোগ, পুরনিগম কর্মচারীদের ডিএ-র টাকা ঢুকছে অন্য কোনও ব্যক্তিগত অ্যাকাউন্টে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার মোট ৫.১ লাখ টাকা ৫৭টি ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ সামনে এসেছে। আর এই বিষয়ে সামনে আসতেই শোরগোল। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন পুরনিগমের কমিশনার।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া! একটু পরই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি এই ৬ জেলায়: আবহাওয়ার খবর
জানিয়ে রাখি, লুধিয়ানা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের মহার্ঘ ভাতায় কারচুপির অভিযোগ নিয়ে সরব হয়েছে। অভিযোগ পুরনিগমের অফিসের এক ক্লার্ক কর্মচারীদের ডিএ দেওয়ার বদলে অন্যান্য অ্যাকাউন্টে সেই ডিএয়ের টাকা পাঠিয়েছে। কর্মচারীদের এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন লুধিয়ানার পুরনিগমের পুরকমিশনার। শুরুও হয়েছে তদন্ত।
আরও পড়ুন: এশিয়ার ১০০ জন সেরা বিজ্ঞানীদের তালিকায় রমরমা ভারতের! স্থান পেয়েছেন বাংলার ২ সায়েন্টিস্টও
সাফ জানিয়েছেন কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এর আগেও লুধিয়ানার পুরনিগমে কারচুপির অভিযোগ উঠেছিল। সেই সময় কর্মচারীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে বেতন জমা করার অভিযোগ সামনে এসেছিল।