এই নথি জমা না দিলে মিলবে না বর্ধিত DA! নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের, মাথায় বাজ সরকারি কর্মীদের!

   

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। এর মাঝেই সরকারের তরফ থেকে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি। মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিতে সরকারের তরফ থেকে বলা হয়েছে, বর্ধিত হারে DA পেতে হলে সরকারি কর্মীদের (Government Employees) একটি নথি জমা করতে হবে। সেই নথি কোন তারিখের মধ্যে জমা করতে হবে সেটাও জানানো হয়েছে।

ভোটের মাঝে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন হাতে DA কার্যকর করা হবে। এদিকে দেশজুড়ে যেহেতু লোকসভা নির্বাচন চলছে, সেই কারণে বর্তমানে আদর্শ আচরণবিধি জারি করা রয়েছে। এমতাবস্থায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকার।

অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছর জানুয়ারি মাস থেকে নতুন বর্ধিত হাতে DA কার্যকর করা হবে। তবে সবাই কিন্তু এটা পাবেন না! কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছে, সরকারি কর্মীদের জানুয়ারি থেকে মার্চ অবধি কাজের খতিয়ানের একটি রিপোর্ট দিতে হবে। লোকসভা ভোটের মাঝেই সেই খতিয়ান জমা করার ডেডলাইন বাড়ানো হল।

আরও পড়ুনঃ ‘ফেক ছাপ্পার’ ভিডিও পোস্ট করে বিপাকে দেবাংশু! পদক্ষেপ শুরু করল কমিশন, তলব রিপোর্ট

এদিকে সম্প্রতি ওই রাজ্যের অর্থ দফতরের ‘কোডস ডিভিশন’ একটি নির্দেশিকা জারি করে DA বাড়ানোর কথা ঘোষণা করেছে। এবার সরকারি কর্মীদের ‘সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট’ কমা করার দিন বৃদ্ধি করা হল। সম্প্রতি জম্মু এবং কাশ্মীর থেকে এমন খবরই সামনে এসেছে।

আগে এই রিপোর্ট জমা করার শেষ দিন ছিল ৩১ মে। তবে সেই দিন শীঘ্রই অতিক্রান্ত হতে চলেছে। সেই কারণে ভোটের মাঝেই সময়বৃদ্ধি করা হল। নয়া নির্দেশিকায় আগামী ১৫ জুনের মধ্যে সরকারি কর্মীদের এই রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে।

Government employees Dearness Allowance

উল্লেখ্য, আগে সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে DA পেতেন। তবে নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এবার রাজ্য সরকারের তরফ থেকেও DA বৃদ্ধির কথা ঘোষণা করা হল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হারে আর কোনও পার্থক্য রইল না। মে মাসের মাইনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভারা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে গত জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি যে বকেয়া DA রয়েছে সেটাও মিটিয়ে দেওয়া হবে। জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের অধীন এই ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর