একটু পরই দক্ষিণবঙ্গে শুরু তাণ্ডব! কখন আছড়ে পড়বে রাক্ষুসে ‘রেমাল’? ৬ জেলায় রেড অ্যালার্ট

   

বাংলা হান্ট ডেস্ক: আবার একটা মে মাস। ফের অশনি সংকেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Remal)। আজ মধ্যরাতে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝিতে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর শক্তিশালী এই ঘূর্ণিঝড় (Weather Update)।

পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। যার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে তাণ্ডব। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে শুরু করেছে। ভোর থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) সুন্দরবন, কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি।

ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। রেশ থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত।

আবহাওয়ার আপডেট অনুযায়ী, রেমাল ঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। ইতিমধ্যেই কলকাতা-সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা। এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়।

দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কখনও কখনও সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩০ কিলোমিটার। রবিবারের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী (সাত থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

South Bengal weather cyclone Remal landfall on Sunday Kolkata North Bengal West Bengal weather update

আরও পড়ুন: নজিরবিহীন! ভোটের মাঝেই কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সরকার, DA নিয়ে কী আপডেট?

রেমাল এর প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টি চলবে। রবিবারের পর সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রভাব পড়বে উত্তরেও। রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর