অবশেষে বাড়ছে DA, কত শতাংশ? বছর শেষে সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের অবহেই সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র। দীপাবলির কিছুদিন আগে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। আগে ৫০ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রের সরকারি কর্মীরা (Government Employees)। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। ডিসেম্বর মাস আজ শেষ। জানুয়ারিতে ফের বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। কত শতাংশ বাড়তে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে হিসাব করা হয়। ডিএ বৃদ্ধির ফর্মুলা হল – {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। এই সূত্রেই ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে ১৪৪.৫ তে পৌঁছেছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য এখনও মেলেনি। এই দুই মাসে এআইসিপিআই বেড়ে ১৪৫.৩ হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এবারে সেই পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবারেও ৩ শতাংশ হারে বাড়তে পারে।

বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে ডিএ বেড়ে ৫৬ শতাংশ হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে সন্তুষ্ট নয় বলে এখনও চলছে বাংলার সরকারি কর্মীদের আন্দোলন।

dearness allowance

আরও পড়ুন: বছরের শেষ দিনে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে হবে শিলাবৃষ্টি: আজকের আবহাওয়া

দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। বর্তমানে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে ডিএ মামলার। নতুন বছরেই রয়েছে শুনানি। এবার সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর