বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়বে। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। আগে থেকেই মনে করা হচ্ছিল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের দিনই ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করা হবে। কিন্তু শেষমেষ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়নি। ঠিক কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে, সেই বিষয় নিয়েও কোনও কিছু জানাননি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রায় ৪৫ মিনিটের সাংবাদিক বৈঠক।
গত বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। এবারেও শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। এমনটাই বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে। অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। যদিও এই নিয়ে কেন্দ্রীয় সরকার তরফে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি।
কত শতাংশ ডিএ বাড়বে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার তিন শতাংশ ডিএ বাড়তে পারে। আবার কোথাও কোথাও বলা হচ্ছে ৪ শতাংশ ভাতা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তবে তিন শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাই বেশি। যার ফলে একধাক্কায় অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ এরিয়ার-ও পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।
নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পেনশনভোগীরাও এই সরকারি ভাতা পেয়ে থাকেন। যার ডিয়ারনেস রিলিফ। সরকারের তরফে যাতে দ্রুত ডিএ বৃদ্ধির ঘোষণা দাবি জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখা হয়েছিল।
আরও পড়ুন: পুজোর ৮৫০০০ টাকার অনুদান কত গুলো ক্লাব ফেরাল? মূলত কাদের অনীহা? রিপোর্ট দিল নবান্ন
গত বার ৪% ডিএ বেড়েছিল। চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এরই মধ্যে ফের ডিএ বাড়বে বলে মনে করা হচ্ছে।