DA নয়, সরকারি কর্মীদের আরও বড় সুখবর! পেনশন নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য একেবারে নয়া পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। যা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে চালু করার জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৪ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা জাতীয় পেনশন ব্যবস্থার আওতাভুক্ত এবং তার অধীনে এই বিকল্পটি বেছে নেবেন।’

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) এই পেনশন স্কিম চালু করার জন্য বিধিমালা জারি করতে পারে। এই ইউনিফায়েড পেনশন প্রকল্পের মাধ্যমে ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্প সরকারি কর্মীদের অবসরকালীন সুবিধা নিশ্চিত করবে।

গত বছর অগস্ট মাসে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ২৩ লাখ কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য নতুন পেনশন নীতি অনুমোদন করেছিল। উল্লেখ্য, কেন্দ্র তরফে সরকারি কর্মীদের জন্য নতুন যে পেনশন স্কিম (ন্যাশনাল পেনশন স্কিম) ছিল তার সঙ্গেই নতুন পেনশন স্কিন হিসেবে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু করা হয়।

pension

ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস বাজার-নির্ভর। বাজারের অবস্থার উপর পেনশনের অর্থ নির্ভর করে। এই স্কিমের ক্ষেত্রে বাজারে টাকা লগ্নি করা হয়ে থাকে, তাই পেনশনের অঙ্কটা নির্দিষ্ট থাকে না। এদিকে নতুন স্কিম অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের পঞ্চাশ শতাংশ (বেসিক স্যালারির ৫০ শতাংশ) পেনশন হিসেবে পাবে।

government employees

আরও পড়ুন: আর আশা নেই! সরকারি কর্মীদের জন্য এবার খারাপ খবর?

Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবেন। নয়া স্কিমের আওতায় ন্যূনতম ১০ বছর চাকরি করলে অ্যাসিরওড মিনিমাম পেনশন (Assured Minimum Pension) অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন। যা সরকারি কর্মীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই নতুন প্রকল্প বলবৎ হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর