কাজে ঢিলেমি দিলেই ‘ছাঁটাই’! সরকারি কর্মীদের চরম ‘হুঁশিয়ারি’, কড়া নির্দেশিকা জারি করল সরকার

   

বাংলা হান্ট ডেস্কঃ কাজে ঢিলেমি দিলেই সোজা ‘ছাঁটাই’! সরকারি কর্মীদের (Government Employees) উদ্দেশে এবার জারি হল কড়া নির্দেশিকা। কাজ নিয়ে গা ছাড়া মনোভাব যে আর সহ্য করা হবে না, তা সেই নির্দেশিকা থেকেই পরিষ্কার। সরকারের এই এক নির্দেশিকায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে সরকারি কর্মীদের মধ্যে।

একাধিকবার একাধিক নির্দেশিকা জারি করা হলেও সরকারি কর্মীদের একাংশ সেগুলি মানছেন না। এমতাবস্থায় এবার কড়া সিদ্ধান্তের পথে হাঁটল সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাঙ্কগুলির (Government Bank) উদ্দেশে এটি জারি করা হয়েছে।

গত ২৭ জুন জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি ব্যাঙ্কের যে সকল কর্মচারী (Government Bank Employees) নিজেদের কাজ ঠিকভাবে করছেন না তাঁদের আগাম অবসরে পাঠিয়ে দেওয়া হোক। একইসঙ্গেই সেখনে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং সরকারি ব্যাঙ্কের কর্মীদের কাজের রিভিউয়ের কথা বলা হয়েছে। সেই রিভিউ করার পর যদি দেখা যায়, কোনও কর্মীর কাজ সন্তোষজনক নয়, তাহলে সেই কর্মচারীকে ‘জনগণের স্বার্থে’ অগ্রিম অবসরে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছে পঞ্চায়েত সদস্যরা! এবার বোমা ফাটালেন খোদ TMC নেতা

ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের তরফ থকে সরকারের প্রত্যেক মন্ত্রক, বিভাগ এবং দফতরকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। যদিও এই প্রথম নয়, এর আগে ২০২০ সালে উক্ত দফতরের তরফ থেকে সরকারি কর্মচারীদের রিভিউ সম্বন্ধিত একটি গাইডলাইন জারি করা হয়েছিল। সেখানে নিয়মিত রিভিউয়ের কথাও বলা হয়েছিল। তবে সেটা বহু ক্ষেত্রে মানা হচ্ছিল না। অনেক সরকারি কর্মী ঢিলেমি দিয়ে কাজ করছিলেন বলে অভিযোগ। এমতাবস্থায় সরকারের তরফ থেকে জারি করা হল একটি কড়া নির্দেশিকা।

Central Government employees

উল্লেখ্য, সম্প্রতি সরকারি কর্মীদের দেরি করে অফিসে ঢোকা নিয়েও একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই মর্মে একটি অর্ডার জারি করে বলা হয়, যে সকল কর্মীরা নির্ধারিত সময়ের পরে অফিসে ঢোকেন এবং যারা আগে ঢোকেন তাঁদের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কড়া হতে চলেছে। সেখানে জানানো হয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাজিরার জন্য এবার থেকে মোবাইল ফোন বেসড ফেস অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। এর দ্বারা সংশ্লিষ্ট কর্মীর লোকেশনের পাশাপাশি জিও-ট্যাগিং থাকবে। একইসঙ্গে ৯টা থেকে ৯:১৫-এর মধ্যে অফিসে না ঢুকলে ওই সরকারি কর্মীর হাফ ডে-র ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে।

কর্মীবর্গ দফতরের তরফ থেকে এই নিয়ে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়, এবার থেকে নিয়মিত হাজিরা পোর্টাল থেকে সকল তথ্য সংগ্রহ করা হবে। তাই এবার থেকে যদি কোনও কর্মী দেরি করে অফিসে ঢোকেন তাহলে তাঁদের হাফ ডে-র ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। মাসে দু’বার এমন হয়ে যাওয়ার পর যদি আবার এমন হয় তাহলে তখন থেকে সিএল কেটে নেওয়া শুরু হবে। পাশাপাশি এও বলা হয়, যদি কোনও সরকারি কর্মী দেরি করার যথাযথ এবং বৈধ কারণ দেখাতে পারেন তাহলে এক ঘণ্টা দেরি হলেও ছাড় পাওয়া যাবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর