সরকারি কর্মীদের আশা চূর্ণ! DA দূর, বেতন নিয়ে সামনে এল খারাপ খবর! পকেটে ‘প্রভাব’ পড়বে?

বাংলা হান্ট ডেস্কঃ বহু অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন সংশোধনের জন্য সম্প্রতি অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। নয়া পে কমিশন এলে হুড়মুড়িয়ে বাড়বে বেতন সহ একাধিক ভাতা।

সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট-Government Employees

বেতন সংশোধন মূলত ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ এর উপর নির্ভর করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল বর্তমান মূল বেতনের জন্য প্রয়োগ করা একটি গুণক। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরকে সামনে রেখে তা গঠন করা হয়েছিল। যার ফলে লেভেল ১-এ সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে এক ধাক্কায় বেড়ে ১৮,০০০ টাকা পর্যন্ত হয়েছিল।

পাশাপাশি এর সাথে ডিএ সহ বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) এবং পরিবহণ ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা যোগ করে লেভেল ১ কর্মীদের মোট ন্যূনতম বেতন হয়েছিল ৩৬,০২০ টাকা। এবার অষ্টম বেতন কমিশনের জন্য কমপক্ষে ২.৮৬ এর ফিটমেন্ট ফ্যাক্টর প্রত্যাশা রয়েছে। যদি তাই হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৭,৯৯০ টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হতে পারে

তবে সাম্প্রতিক রিপোর্টে এটা অনেকটাই পরিষ্কার যে এত টাকা বেতন যে বাড়বে না। কিছুদিন আগে এনডিটিভি প্রফিটের সঙ্গে কথা বলে ন্যাশনাল কাউন্সিল – জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির স্টাফ সাইড সচিব এম রাঘবাইয়া বলেন, ‘আমরা আশা করছি, অষ্টম পে কমিশনে ন্যূনতম বেতন বাড়িয়ে অন্তত ৩৬ হাজার টাকা করা হবে সরকারের তরফ থেকে।’

এই পর্যায়ে এসে ২.৮৬ এর বদলে ২.০ ফিটমেন্ট ফ্যাক্টরের আশা রাখছেন সরকারি কর্মীরা। যদি এই হিসেবেই চলে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী লেভেল ২-তে ক্লার্ক পর্যায়ের কর্মীদের মূল বেতন ১৯,৯০০ টাকা থেকে ৩৯,৮০০ টাকা হতে পারে। একইভাবে লেভেল ৩-এর ক্ষেত্রে ন্যূনতম মূল বেতন ৪৩,৪০০ টাকা হতে পারে।

লেভেল ৪-এ থাকা কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ২৫,৫০০ টাকা থেকে বেড়ে ৫১,০০০ টাকা। লেভেল ৫-এ সিনিয়র ক্লার্ক এবং উঁচু স্তরে থাকা টেকনিক্যাল স্টাফদের মূল বেতন ২৯,২০০ থেকে একধাক্কায় বেড়ে ৫৮,৪০০ টাকা হতে পারে। লেভেল ৬-এ থাকা ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের মূল বেতন হতে পারে ৭০,৮০০ টাকা।

dearness allowance

আরও পড়ুন: এক কাঠার কম জমিতেও স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন! নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

একইভাবে লেভেল ৭ সুপারিনটেনডেন্ট, সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বেসিক পে একধাক্কায় বেড়ে হতে পারে ৮৯,৮০০ টাকা। লেভেল ৮-এর অফিসারদের মূল বেতন ৯৫,২০০ টাকা হতে পারে। লেভেল ৯-এর কর্মীদের মূল বেতন ৫৩,১০০ টাকা থেকে বেড়ে ১,০৬,২০০ টাকা হতে পারে। আর লেভেল ১০-এ ন্যূনতম মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে বেড়ে ১,১২,২০০ টাকা হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর