৬০ থেকে ৬৫! বাড়ছে রাজ্যের এই সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা?

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে ডিএ, অন্যদিকে এসএসসি ২৬০০০। সুপ্রিম কোর্টে একই সাথে একই দিনে দুই মামলার শুনানি রয়েছে আগামী সাত তারিখ। রাজ্যের শিক্ষক (Teacher), সরকারি কর্মী (Government Employees) সকলের নজর রয়েছে সেই দিকে। এরই মাঝে হঠাৎ রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স কি পাঁচ বছর বৃদ্ধি পাচ্ছে এই খবর নিয়ে হইচই পড়ে গিয়েছে। সত্যিই বাড়ছে পাঁচ বছর রিটায়ারমেন্টের বয়স? জানুন কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

জানিয়ে রাখি, অবসরের বয়স বাড়ার যে খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সেই বিষয়টি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগে শিক্ষকদের অবসরের যে বয়স ছিল, সেটাই থাকছে। রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স বাড়াচ্ছে না।

গোটা বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কয়েকটি সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে, রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। ” যাতে এ ধরনের খবর প্রচার করা না হয় সেই আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে গিয়েও হল না সুরাহা! খাস কলকাতার অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আদালতের

বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। সমাজমাধ্যমে যেসব খবর প্রচার হয়ে থাকে তার সত্যতা নিয়ে বরাবরই প্রশ্ন থাকে। দু’দিন আগে একটি ভুয়ো বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যাতে বলা হয়, রাজ্যের সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানো হচ্ছে। ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে।

west bengal

আরও পড়ুন: সমস্ত বকেয়া DA দেওয়া হবে! গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভাইরাল হওয়া ওই ভুয়ো বিজ্ঞপ্তির উপরে ‘পশ্চিমবঙ্গ সরকার, স্কুলশিক্ষা দফতর, বিকাশ ভবন, সল্টলেক সিটি, কলকাতা- ৭০০০৯১’ লেখা ছিল। ফলে বিভ্রান্ত হয়ে পড়েন সকলে। খবর ছড়িয়ে পড়তেই সমস্যা শুরু হয়। তবে রবিবার সমস্তটা পরিষ্কার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। ওই বিজ্ঞপ্তির কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর