সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! এবার মিলবে ৪২ দিনের ছুটি, নতুন স্কিম শুরু করল কেন্দ্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বড় খবর কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্য। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার (Central Government) নতুন ছুটির নীতি প্রকাশ করেছে। এই নীতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের ৪২ দিনের ছুটি দেওয়া হবে। কিন্তু কোন শর্তে কর্মচারীরা এই ৪২ দিনের ছুটি পাবেন? কী আছে নতুন ছুটির নীতিতে? চলুন জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৪২ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ছুটি নীতি অনুযায়ী কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি অঙ্গদান করেন তাহলে তিনি ৪২ দিনের নৈমিত্তিক ছুটি পাবেন। ডিওপিটির পক্ষ থেকে একটি অফিসিয়াল স্মারকলিপি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকার নতুন নীতিতে বলেছে, যদি কোনও কর্মচারী অঙ্গদান করেন তাহলে সেটিকে বড় অস্ত্রোপচার হিসাবে গণ্য করা হবে। কর্মচারীর সুস্থতার জন্য তাকে ৪২ দিনের ছুটি দেওয়া হবে। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি ক্যালেন্ডার বছরে নৈমিত্তিক ছুটি হিসেবে কর্মচারীদের ৩০ দিন ছুটি দেওয়া হয়।

 

 

সরকার কর্মচারীদের মধ্যে অঙ্গদানের প্রবণতা বৃদ্ধি ও উৎসাহিত করার লক্ষ্যে ৪২ দিনের ছুটি ঘোষণা করেছে। ছুটি সংক্রান্ত নতুন নীতি কার্যকর হয়েছে এপ্রিল মাস থেকে। CCS নিয়মের অধীনস্থ সমস্ত কর্মচারীদের জন্য এই নীতি কার্যকর হবে। সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবশ্য এই নয়া নীতি কার্যকর হবে না। রেলের কর্মচারীরা এই নীতির বাইরে থাকবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X