চলতি মাসেই বড় উপহার পাবেন সরকারি কর্মচারীরা! ফের বৃদ্ধি হবে DA, লাফিয়ে বাড়বে বেতনের পরিমাণ

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই মাসে আসা AICPI ইনডেক্সের নম্বর থেকে স্পষ্ট হয়ে যাবে যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) কতটা বৃদ্ধি পাবে। অর্থাৎ, ফের একবার সংশ্লিষ্ট কর্মীদের বেতন বাড়াতে চলেছে মোদী সরকার। এমতাবস্থায়, জুলাই মাসে ফের DA বৃদ্ধি করা হবে।

জুলাই মাসের তথ্য প্রকাশ করা হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জুলাই মাসের AICPI ইনডেক্সের সংখ্যাই হবে মহার্ঘ ভাতা ক্যালকুলেশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শেষ ডেটা। এর ভিত্তিতে জানা যাবে, এবার কর্মচারীদের DA ৪ শতাংশ বাড়বে নাকি আরও বাড়তে পারে। এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী হবে।

সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা হতে পারে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৩ সালের মার্চ মাসে সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছিল। যেটি ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। এমতাবস্থায়, এটির পরবর্তী রিভিশন চলতি বছরের জুলাই মাসে সম্পন্ন হবে। তবে, মনে করা হচ্ছে যে, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই সংক্রান্ত ঘোষণা করা হতে পারে।

বৃদ্ধি পেতে পারে ৪ শতাংশ: এদিকে, এইবারও অনুমান করা হচ্ছে যে, সরকার ৪ শতাংশ DA বৃদ্ধি করতে পারে। ২০২৩-এর মে মাস পর্যন্ত AICPI ইনডেক্সের পরিসংখ্যান ৪৫.৫৮ শতাংশে পৌঁছেছে। বর্তমানে এই ইনডেক্স ১৩৪.৭-এ রয়েছে। এদিকে, এখনও জুন মাসের পরিসংখ্যান আসেনি। উল্লেখ্য যে, মহার্ঘ ভাতার পরিসংখ্যান রাউন্ড ফিগারে থাকে। এমতাবস্থায়, মে মাসের ক্ষেত্রে ইনডেক্সের পরিসংখ্যান ৪৫.৫৮ শতাংশে পৌঁছেছে। যেটি নিশ্চিত করে যে DA-র ক্ষেত্রে কমপক্ষে ৪ শতাংশ বৃদ্ধি হবে।

মিলতে পারে ৪৬ শতাংশ DA: জানিয়ে রাখি যে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ষান্মাসিকে সরকার DA এবং DR ৪ শতাংশ বাড়িয়েছিল। যার ফলে কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ হয়েছে। এমতাবস্থায়, সরকার ফের ৪ শতাংশ DA বৃদ্ধি করলে কর্মচারীদের প্রাপ্ত DA হবে ৪৬ শতাংশ।

Government employees will get big gifts this month

DA হল বেতন কাঠামো: উল্লেখ্য যে, DA হল সরকারি কর্মচারীদের বেতনের একটি কাঠামো। দেশের মুদ্রাস্ফীতির হার মাথায় রেখে কর্মচারীদের মহার্ঘ ভাতায় বৃদ্ধি করা হয়। পাশাপাশি, দেশে যে হারে মুদাস্ফীতি বৃদ্ধি পায় তার ভিত্তিতে কর্মচারীদের DA এবং পেনশনভোগীদের DR বাড়ানো হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর