বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাইওয়ানের প্রযুক্তি সংস্থা হোন হাই টেকনোলজি গ্রুপের (Foxconn) প্রধান কার্যকরী আধিকারিক এবং চেয়ারম্যান ইয়াং লিউ বৃহস্পতিবার পদ্মভূষণে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য যে, Foxconn হল বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স প্রস্তুতকারক এবং একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তিগত সমাধান প্রদানকারী। এদিকে, Foxconn-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, লিউ একজন স্বীকৃত উদ্যোক্তা। যাঁর কাছে চার দশকেরও বেশি শিল্পসংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি, তিনি একজন উদ্ভাবকও।
লিউ তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তিনি ১৯৮৮ সালে ইয়াং মাইক্রো সিস্টেম নামে একটি মাদারবোর্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। এদিকে, ১৯৯৫ সালে তিনি একটি নর্থব্রিজ এবং সাউথব্রিজ আইসি ডিজাইন কোম্পানি গঠন করেন। যা PC চিপসেটের ওপর ফোকাস করে। এছাড়াও তিনি ১৯৯৭ সালে ITE Tech এবং ADSL IC ডিজাইন কোম্পানি ITX-এর প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন: চমকের পর চমক! এবার রিঙ্কুর দাপটের কাছে পরাজিত রোহিত-কোহলি, নয়া নজির গড়লেন টিম ইন্ডিয়ার তারকা
উল্লেখ্য যে, লিউ ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এমএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৮ সালে তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রোফিজিক্সে বিএস ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে হাইকোর্টে চরম ভর্ৎসনার শিকার রাজ্য, দেওয়া হল “ফালতু” যুক্তি
জানিয়ে রাখি যে, প্রযুক্তিগত ক্ষেত্রে বর্তমানে Foxconn একটি উল্লেখযোগ্য নাম। করোনার মতো ভয়াবহ মহামারী পরবর্তী সময়ে এই সংস্থা চিন থেকে তার সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের অংশ হিসেবে বিনিয়োগের মাধ্যমে ভারতে তার উপস্থিতি দ্রুত প্রসারিত করেছে।