SSC কাণ্ডে শিক্ষকদের সুদ সহ বেতন ফেরত নিয়ে বড় আপডেট!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (School Service Commission) ইস্যুতে এখনও জট অব্যাহত। এরই মধ্যে চাকরিহারা শিক্ষকদের মধ্যে কারা আপাতত স্কুলে যাওয়ার পারমিশন পাবেন এবং মাস শেষে বেতন পাবেন, সেই তালিকা ইতিমধ্যেই স্কুলে স্কুলে পৌঁছতে শুরু করেছে। তবে সূত্রের খবর, কারা বেতন পাবেন তা যাচাই করা হলেও, সুপ্রিম নির্দেশে যাদের সুদ সহ বেতন ফেরাতে হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার (West Bengal Government) নিতে পারে নি।

বেতন ফেরত নিয়ে জট খুলল না | School Service Commission

SSC মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে ফিরতে পারবেন। বেতনও পাবেন। সেই বিষয় নিশ্চিত করেছে সরকারও। আপাতত যারা ‘যোগ্য’ তাদের তালিকা অনুযায়ী বেতনের হিসাব জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) অফিসে পাঠানো হচ্ছে। তবে অযোগ্য বা ‘দাগি’দের বেতনের বিষয়ে কী সিদ্ধান্ত?

এখানে উল্লেখ্য, চাকরি বাতিল এবং বেতন ফেরতের বিষয়ে সরকার পদক্ষেপ না করায় শিক্ষা দফতর এবং এসএসসি-র বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। যদিও সেই মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে উঠলে পাল্টা হাই কোর্ট অবমাননার মামলা শুনতে পারে কি না, সেই নিয়ে প্রশ্ন তোলা হয় কমিশনের তরফে।

SSC recruitment scam who will get salary after Supreme Court verdict

পাশাপাশি শিক্ষা দফতর এবং এসএসসি-র আইনজীবীরাও বেতন ফেরত বিষয়ক তথ্য হাইকোর্টে দেননি। উত্তরপত্র প্রকাশ, চাকরি বাতিল, বেতন ফেরানোর নির্দেশ রাজ্য মানছে কিনা তা হাইকোর্ট জিজ্ঞেস করলে শিক্ষা দফতর এবং এসএসসি জানায় এই সংক্রান্ত তথ্য তাদের কাছে নেই।

হাইকোর্টে সেই মামলার শুনানিতে অবশ্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা উল্লেখ করেন SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় হাই কোর্টের কয়েকটি নির্দেশই সুপ্রিম কোর্টে অপরিবর্তিত রয়েছে। তাই আদালত অবমাননার মামলা হাই কোর্ট শুনতে পারে। গত শুনানিতে হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানিতে হাই কোর্টের যে এই মামলা শোনার অধিকার রয়েছে, তার স্বপক্ষে মামলকারীদের আইনজীবীদের যুক্তি পেশ করতে হবে।

SSC recruitment scam jobless teachers rally to Acharya Sadan

আরও পড়ুন: ‘হিন্দু’ কেন বলা হচ্ছে? কাশ্মীর হামলায় প্রশ্ন শত্রুঘ্নর, ‘ভারতের ভিতরের শত্রু’, পাল্টা দিলেন তরুণজ্যোতি

উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষা দফতর তরফে জানানো হয়, এসএসসি জানিয়েছে, ১৭২০৬ জন চাকরিহারা শিক্ষকের মধ্যে ১৫৪০৩ জন ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি। সূত্রের খবর, সেই তালিকা থেকেই শিক্ষকদের নাম পাঠানো হচ্ছে জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) অফিসে। সেই অনুযায়ীই মিলবে বেতন সহ অন্যান্য সুবিধা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X