SSC কাণ্ডে ১২% সুদ সহ ফেরাতে হবে বেতন! শুনানি শেষে কী রায় দিল হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (School Service Commission) ইস্যুতে জট খোলেনি এখনও। এরই মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে। সুপ্রিম নির্দেশে যাদের সুদ সহ বেতন ফেরাতে হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার (West Bengal Government) নিতে পারে নি। পাশাপাশি পদক্ষেপ করা হয়নি ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ নিয়েও। সেই নিয়েই হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। SSC-তে ২৬ হাজার চাকরি বাতিলে ২২ লাখ OMR প্রকাশ ও বেতন ফেরত মামলার বিচার কী হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে? জেনে নিন।

কী বলল হাইকোর্ট? Calcutta High Court

জানিয়ে রাখি, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছে উচ্চ আদালত। এদিনও মামলার শুনানিতে আদালতে ঝোড়ো সওয়াল করেন শিক্ষা দফতরের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) চাকরি বাতিল মামলায় আদালত অবমাননার অভিযোগ কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) শুনতে পারে না। এতে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরও পড়ুন: ২% হারে DA বাড়াল সরকার! ‘এই’ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বকেয়া নিয়েও বড় ঘোষণা

এদিকে পাল্টা আদালতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, হাইকোর্ট অবশ্যই আদালত অবমাননার মামলা শুনতে পারে। সেই এক্তিয়ার রয়েছে উচ্চ আদালতের। উল্লেখ্য, চাকরি বাতিল এবং বেতন ফেরতের বিষয়ে সরকার পদক্ষেপ না করায় শিক্ষা দফতর এবং এসএসসি-র বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/pRr-S4ahZRk?si=RBvZS0nOW6BD94hj

হাইকোর্টে সেই মামলার শুনানিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা উল্লেখ করেন SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় হাই কোর্টের কয়েকটি নির্দেশই সুপ্রিম কোর্টে অপরিবর্তিত রয়েছে। তাই আদালত অবমাননার মামলা হাই কোর্ট শুনতে পারে। এদিকে সেই মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে উঠলে পাল্টা হাই কোর্ট অবমাননার মামলা শুনতে পারে কি না, সেই নিয়ে প্রশ্ন তোলা হয় কমিশনের তরফে। বলা হয়, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে হলে মামলাকারীদের সুপ্রিম কোর্টেই যেতে হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X