সেপ্টেম্বরে মিলবে না কোনো ছুটি! রোজ খোলা স্কুল-অফিস? হলিডে লিস্ট আসতেই মাথায় বাজ

বাংলা হান্ট ডেস্কঃ আজ পয়লা সেপ্টেম্বর। অগস্ট মাসে বেশ কিছুদিন ছুটি (Government Holiday) পেয়েছেন সরকারি কর্মচারীরা (Government Employees)। টানা ছুটির সুযোগও মিলেছে। তবে সেপ্টেম্বর নিয়ে খারাপ খবর। বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। বর্তমানে সেই আনন্দেই মেতে আছে সকলে। তবে সেপ্টেম্বরের হলিডে লিস্ট আসতেই বাড়ল চিন্তা। চলতি মাসে কতদিন বন্ধ থাকছে স্কুল-কলেজ (School- College), অফিস-কাছারি? রইল সম্পূর্ণ আপডেট।

চলতি মাসের ছুটির (Government Holiday) দিনগুলি…

সেপ্টেম্বরে মাসে সরকারি অফিসে একটি মাত্র দিনই ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর জানিয়েছে, এ মাসে ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) সরকারি ছুটি থাকছে। তবে একদিন ছুটি মিললেও সোমবার হলেডে থাকায় একটানা লম্বা ‘উইকেন্ড’ পাবেন সরকারি কর্মচারীরা। শনিবার হাফ ডে, এরপর রবি ও সোম দু’দিন পরপর ছুটি। তাই একটু বুদ্ধি খাটাতে পারলেই দারুন একটা ঘোরার প্ল্যান অনায়াসে করে নেওয়া যায়।

তবে সরকারি অফিসে কম ছুটি থাকলেও বেশ অনেকগুলোই ছুটি পাবে স্কুল পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর ছুটি থাকবে। এরপর ফতোয়া-দোয়াজ-দাহামে ১৬ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে ১৭ সেপ্টেম্বর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ সেপ্টেম্বরও মিলবে ছুটি।

government holiday

যদিও অন্যদিনের মতই ৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের। তবে ক্লাস হবে না। যদিও অনেক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ছুটি থাকে না। এ তো গেল সেপ্টেম্বর। তারপরই পুজোর মাস। মিলবে একের পর এক ছুটি। অক্টোবরে কবে কবে ছুটি মিলবে? রইল তালিকা।

আরও পড়ুন: OBC মামলায় বড় আপডেট! আরও বাড়ল চিন্তা? কী জানাচ্ছে সুপ্রিম কোর্ট?

অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্রই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর