বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর তো প্রায় শেষ। এরপরই অক্টোবর মাস আর অক্টোবর মাসেই উৎসব। হাতে আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপুজোর (Durga Puja) সময় একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা (Government Holiday)। আগামী ৭ অক্টোবর থেকে ছুটি পড়বে। আর চলবে সেই ১৮ অক্টোবর পর্যন্ত। আগামী মাসে কোন কোন দিন ছুটি মিলবে? একনজরে দেখুন হলিডে লিস্ট (October Month Holiday List)।
অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর (বুধবার) ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। চতুর্থী পড়েছে ৭ অক্টোবর (সোমবার) থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হবে। এরপর পঞ্চমী ৮ অক্টোবর (মঙ্গলবার) এবং ষষ্ঠী ৯ অক্টোবরও (বুধবার) ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের।
মহাসপ্তমী ১০ অক্টোবর, মহাষ্টমী ১১ অক্টোবর, মহানবমী এবং বিজয়াদশমী ১২ অক্টোবর ছুটি থাকবে। তবে জানা যাচ্ছে পঞ্জিকা অনুসারে একি দিনে নবমী দশমী পড়লেও পুজো চার দিন ধরেই পালিত হবে। এই সময় ছুটি থাকবে থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের। এছাড়া বাড়তি ছুটি মিলবে ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবরও। অর্থাৎ সেই সময়ও সরকারি কর্মচারীদের ছুটি থাকবে।
এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। সেদিন তো ছুটি থাকবেই পাশাপাশি কোজাগরী লক্ষ্মীপুজোর পর বাড়তি দু’দিন ছুটি থাকবে। বাড়তি ছুটি (Government Holiday) হিসেবে ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।
আরও পড়ুন: টেবিলের ওপারে ‘সেই’ ৩ ডাক্তার! আরজি কর কাণ্ডে তোলপাড় করা মোড়! CBI স্ক্যানারে কারা?
এরপর কালীপুজো উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরদিন অর্থাৎ আগামী ১ নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে। ভাইফোঁটা পড়েছে আগামী ৩ নভেম্বর (রবিবার)। তবে ছুটি জলে যাচ্ছে না। রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। এরপর একেবারে আগামী ৫ নভেম্বর রাজ্যের সরকারি অফিস খুলবে। এমনটাই সরকারি তালিকা অনুসারে জানা গিয়েছে।