এ বছর পয়লা বৈশাখের সরকারি ছুটি কবে? সোমবারও বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? জানুন

বাংলা হান্ট ডেস্কঃ ইংরেজি নতুন বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Workers)। সামনেই বাংলা নববর্ষ। তবে এই বছর পয়লা বৈশাখ (Poila Baishakh 2024) কবে পড়েছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। ১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখের ছুটি (Holiday) কবে? যা নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্যবাসীর মনে।

জানিয়ে রাখি, এ বছর পয়লা বৈশাখ পড়েছে ইংরেজির ১৪ এপ্রিল রবিবার। রবিবার এমনিতেই ছুটির দিন। তাই এবার আদৌ সরকারি ছুটি মিলবে কী না তা নিয়ে বিস্তর জল্পনার সৃষ্টি হয়েছে। তবে আর চিন্তা নেই। কবে নববর্ষের সরকারি ছুটি জেনে নিন বিস্তারিত।

চলতি বছর বৈশাখের ১ তারিখ পড়েছে রবিবার। ইংরেজির ১৪ এপ্রিল। এমনিতে নববর্ষে সরকারি ছুটি থাকে। তবে এবছর যেহেতু রবিবার নতুন বছর শুরু হচ্ছে, তাই পয়লা বৈশাখে বাড়তি কোনও ছুটি নেই। নববর্ষের দিন অর্থাৎ রবিবার এমনিই ছুটি থাকছে। সাধারণত ১৫ এপ্রিল বাংলা নববর্ষ শুরু হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে খানিক ব্যতিক্রম ঘটে। এই যেমন এ বছর ১৪ এপ্রিল পড়েছে পয়লা বৈশাখ।

তবে এবার পয়লা বৈশাখে বাড়তি ছুটি না মিললেও বিশেষ মন খারাপ হবে না সরকারি কর্মীদের। কারণ সম্প্রতিই রাজ্যে নয়া ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, এ বছর রাম নবমী (Ramnavami) উপলক্ষ্যে আগেই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যেই।

mamata nabanna 2

আরও পড়ুন: ‘বাঁচানোর কেউ থাকবে না, কী পরিণতি হয়…’! ভোটের আগে কিসের ভয় অভিষেকের গলায়?

এবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান গুলিতে ছুটি থাকবে। আগামী ১৭ এপ্রিল, বুধবার রাম নবমীর দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এমনই নির্দেশিকা সামনে এসেছে। জানিয়ে রাখি, এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য। রাজ্যের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন বলা যেতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর