সরকারি কর্মীদের পোয়া বারো! মার্চে মিলবে একগাদা ছুটি! রইল হাতেগরম হলিডে লিস্ট

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি, ফেব্রুয়ারি শেষে ইতিমধ্যেই শুরু হয়েছে মার্চ (March)। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন দিন। এদিক নতুন মাস পড়তে না পড়তেই সামনে এসেছে ছুটির তালিকা (Government Holiday)। রবিবারের সাপ্তাহিক ছুটি বাদে আর কোন কোন বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই হলিডে লিস্ট (Holiday List)।

মার্চ মাসে কোন কোন দিন ছুটি (Government Holiday) থাকবে?

প্রত্যেক মাসেই নির্দিষ্ট কিছু দিনে ছুটি পান ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি, বেসরকারি কর্মীরা। চলতি মাসেও এর অন্যথা হবে না। এই মাসেও মিলবে একাধিক ছুটি। কারণে মার্চেই রয়েছে দোল, হোলি সহ বেশ কয়েকটি উৎসব। এছাড়া মাঝে রবিবার থাকায় একটানা ছুটিও পাওয়া যাবে। ফলে সেই সময় কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরেও আসার সুযোগ রয়েছে।

এই বছর দোল পড়েছে ১৩ মার্চ (বৃহস্পতিবার)। এরপরের দিন তথা ১৪ মার্চ (শুক্রবার) হোলি। দোল, হোলির পরপর দু’দিন ছুটির পর মিলতে পারে আরও দু’দিনের ছুটি (Government Holiday)। বহু অফিসে রবিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি শনিবার করেও ছুটি দেওয়া হয়। ফলে সেখানকার কর্মীরা একটানা ৪ দিন ছুটি পাবেন। সেই সময়টা তাঁরা চাইলে কাছেপিঠে কোনও ছোটখাটো ট্রিপ সেরে ফেলতে পারেন।

আরও পড়ুনঃ ‘বাম, অতিবামদের জন্যই নষ্ট হয়েছে যাদবপুরের ঐতিহ্য’! শিক্ষামন্ত্রী হেনস্থা হতেই বিস্ফোরক কল্যাণ

এরপর আগামী ২৮ মার্চ জামাত উল বিদার (শুক্রবার) জন্য ছুটি থাকবে। এরপর ৩১ মার্চ (সোমবার) ও ১ এপ্রিল (মঙ্গলবার) রয়েছে ঈদের ছুটি। এখানেও একটানা ছুটি পাবেন পড়ুয়া, সরকারি কর্মী (Government Employees) সহ বহু চাকরিজীবীরা। কারণ ৩০ মার্চ রবিবার পড়েছে। সেদিনের সাপ্তাহিক ছুটির পর রয়েছে ঈদের দু’দিনের ছুটি। ফলে টানা ৩ দিন ছুটির মুডে থাকবেন তাঁরা।

Government holiday

সব মিলিয়ে, চলতি মাসের ছুটির তালিকা (Government Holiday) বেশ দীর্ঘ। পড়ুয়া থেকে শুরু করে সরকারি, বেসরকারি কর্মীদের কাছে একটানা ছুটি উপভোগের দুর্দান্ত সুযোগ রয়েছে। সাধারণত এই সুযোগ চট করে পাওয়া যায় না। ফলে এই মাসে এমন সুযোগ মেলায় সেটাকে কাজে লাগানো যেতেই পারে। উইকেন্ডের একটানা ছুটিতে কাছেপিঠের কোনও জায়গা থেকে ঘুরে আসা যায়। এক্ষেত্রে বলে রাখি, মার্চ মাসের এই ছুটির তালিকা রাজ্য ও অঞ্চল ভেদে পরিবর্তিত হতে পারে। ফলে নিজের স্কুল, কলেজ অথবা অফিসে যোগাযোগ করে ছুটির দিনগুলি নিশ্চিত করে জেনে নেওয়াই বাঞ্ছনীয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর