বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর গোনা কয়েকটা দিন। তারপরই নতুন বছর। দেখতে দেখতে চোখের নিমিষে যেন কেটে গেল ২০২৪। এবারে ২৫-এ পা দেওয়ার পালা। প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয়ে যায় টানা ছুটি (Government Holiday)। একের পর এক উৎসব চলে। এদিকে ডিসেম্বরেও এক গুচ্ছ ছুটি মিলেছে স্কুল পড়ুয়াদের (School Holiday)। তবে ডিসেম্বরেই শেষ নয়, জানুয়ারি ২০২৫-এও ছাত্র-ছাত্রীরা পেতে চলেছে একাধিক ছুটি।
জানুয়ারি মাসে কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? টানা ছুটির সুযোগ কি থাকছে? রইল আগাম আপডেট। ১ জানুয়ারি বুধবার নিউ ইয়ার্স ডে তে সম্পূর্ণ ছুটি থাকবে রাজ্যে। এরপর ১২ জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে বাংলার স্কুলগুলিতে সম্পূর্ণ ছুটি থাকবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে কোথাও কোথাও ছুটি থাকবে।
এরপর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি মিলবে। যদিও তা রবিবার পড়েছে। শুধু প্রজাতন্ত্র দিবসই নয়, ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না।
আরও পড়ুন: রবিতে ফের বৃষ্টি ৭ জেলায়, দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রাও, আবহাওয়ার খবর
তবে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে। এনআই অ্যাক্টে ২০২৫ সালে ছুটি রয়েছে মোট ২৫ দিন। আবার রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪৭ দিন ছুটি মিলছে।
দেখুন তালিকা: