সরকারি হাসপাতাল ভাড়া দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর মমতা সরকারের

Published On:

রাজ্যের মমতা ব্যানার্জির (mamata banerjee) সরকার রাজ্যের ৩০০ বা ৩০০ এর বেশি বেড যুক্ত সরকারি হাসপাতাল গুলিকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল। বেসরকারি মেডিকেল কলেজ খোলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

tmc new slogan targeting women voters

 

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে একটি গাইডলাইন জারি করে বলা হয়েছিল সেকশন আছে কিন্তু হাসপাতাল ফ্যাক্টর নেই তাঁদের হাসপাতাল ছেড়েছেন গড়ে তোলার জন্য সরকারিভাবে সাহায্য করা যেতে পারে। আপনাকে আরো জানিয়েছে যে তার পরে তাদের কাছে প্রচুর আবেদন জমা পড়েছিল যার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

যে সব বেসরকারি সংস্থা এই ভাবে কলেজ খুলতে আগ্রহী তারা যেন রাজ্যের কাছে নির্দিষ্ট ফর্মাটে আবেদন করা যাবে। আবেদন মঞ্জুর হলে নির্দিষ্ট কয়েক বছরের জন্য সরকারি হাসপাতাল ভাড়ায় পাওয়া যেতে পারে।

পাশাপাশি, এবার বাংলার ছাত্রছাত্রীদের আরো একটি সুবিধা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ২৫০ আসন বেড়ে রাজ্যে এমবিবিএস সিট সংখ্যা এই বছর থেকে ৪ হাজার। পাশাপাশি নতুন একটি মেডিকেল কলেজের কথাও ঘোষনা করেন তিনি। এর আগেও রাজ্যে মেডিকেল আসনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইট করে তিনি জানান, বাংলার শিক্ষার্থীদের জন্য ১০০টি আসন নিয়ে শুরু হতে চলেছে এমবিবিএস এর প্রথম ব্যাচ। গৌরি দেবী মেডিকেল কলেজে ১৫০ টি নতুন আসন সংযুক্ত হওয়ার কথাও ঘোষনা করেন তিনি। গত বছর, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভাকে জানিয়েছিলেন যে ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গে এমবিবিএস আসনের সংখ্যা ছিল ১৩৫৫। এবার তা বেড়ে দাঁড়াল ৪ হাজারে।

 

X