এবার আধার কার্ড থাকলেই প্রতি মাসে সরকার দিচ্ছে ৩,০০০ টাকা? এখনই জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াও (Social Media) খবরের একটি বিশাল উৎস হয়ে উঠেছে। আজকাল মানুষ দিনের বেশিরভাগ সময় কাটায় সোশ্যাল মিডিয়ায়। এমতাবস্থায়, সেখানে দেশ-বিদেশের বিভিন্ন আপডেট খুব সহজেই পাওয়া যায়। যদিও, অনেকসময় আবার সেখানে ভাইরাল (Viral) হওয়া কিছু খবর “ভুয়ো” (Fake) প্রমানিত হয়। পাশাপাশি, সেগুলি নেটিজেনদের মধ্যে চাঞ্চল্যেরও সৃষ্টি করে। মূলত, এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলি সরকারি স্কিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে থাকে। এমতাবস্থায়, সরকারি আপডেট নামে একটি ইউটিউব চ্যানেল এবার আধার কার্ড (Aadhar Card) সম্পর্কিত এমন একটি দাবি করেছে যেটি জানার পর অবাক হয়েছেন সকলে।

মূলত, আধার কার্ড হল আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইডি প্রুফ। এটি সরকারি প্রকল্পের সুবিধা নিতে ব্যবহৃত হয়। এমতাবস্থায়, সরকারি আপডেট নামের ওই ইউটিউব চ্যানেলটি দাবি করেছে যে, এবার সরকার দেশের সমস্ত আধার কার্ডধারীদের প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা দেবে। আপনিও যদি এই ভাইরাল ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই সতর্ক হন। কারণ, এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একটি টুইট করে পুরো বিষয়টি সামনে এনেছে পিআইবি।

টুইট করে সত্যতা জানিয়েছে পিআইবি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রেস ইনফরমেশন ব্যুরো সোশ্যাল মিডিয়ায় এহেন ভাইরাল হওয়া ভিডিওগুলির “ফ্যাক্ট চেক” করে সত্যটি তুলে ধরে। এমতাবস্থায়, পিআইবি আধার কার্ড সম্পর্কিত এহেন দাবিটিকে সম্পূর্ণ ভুয়ো বলে অভিহিত করেছে। মূলত, কেন্দ্রীয় সরকার এমন কোনো প্রকল্প চালায়নি যার মাধ্যমে আধার কার্ডধারীরা প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।

ভুল করেও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ধরণের ভুয়ো দাবি দ্বারা বিভ্রান্ত হয়ে কখনোই আপনার ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করে ফেলবেন না। এর পাশাপাশি আপনার ব্যাঙ্কের বিবরণ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, সিভিভি নম্বর, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের বিবরণও কারও সাথে শেয়ার করবেন না। সর্বোপরি, এই ধরণের ভুয়ো তথ্য থেকেও সতর্ক থাকুন।

আপনিও খুব সহজেই ফ্যাক্ট চেক করতে পারেন: যদি আপনার কাছেও এই ধরণের কোনো বার্তা আসে, সেক্ষেত্রে আপনি সেটির সত্যতা জানতে ফ্যাক্ট চেক করতে পারেন। মূলত, আপনি PIB-এর মাধ্যমে সত্যতা যাচাই করতে পারবেন। এর জন্য আপনাকে https://factcheck.pib.gov.in/-এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করতে হবে। এছাড়াও, আপনি সন্দেহজনক ভিডিওটি পাঠাতে পারেন +918799711259-এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা pibfactcheck@gmail.com-এ ইমেলও করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর