করোনার প্রথম পর্বের পর সরকারের গাফিলতির কারণেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে- বিস্ফোরক দাবি মোহন ভাগবতের

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) প্রথম পর্বের পর সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই দেশে আবারও ফিরেছে করোনার দ্বিতীয় ঢেউ- এমনই বিস্ফোরক দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। শুধু তাই নয়, সেইসঙ্গে সাধারণ মানুষের উদাসীন মনভাবকেও কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিনই সংক্রমিত এবং মৃতের সংখ্যা রেকর্ড সীমা পার করছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন জারি না করলেও, কিছু কিছু রাজ্য সরকার তাঁদের নিজ নিজ রাজ্যে সাময়িক লকডাউন জারি করেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকলেও, তার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

   

rss chief mohan bhagwat 1580386618 1597293278

দেশের এই সংকটের পরিস্থিতিতে দেশের কোন বিরোধী দলনেতা নয়, সরাসরি মোদী সরকারের গাফিলতির দিকে আঙ্গুল তুললেন মোহন ভাগবত। তাঁর কথায়, ‘জীবন মৃত্যুর এই চলতে থাকা চক্রকে আমাদের ভয় পেলে চলবে না। এই পরিস্থিতিতে আমাদের থেমে থাকলে চলবে না, ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে সাফল্য যেমন শেষ নয়, তেমন ব্যর্থতাও ভয়ঙ্কর বা চিরস্থায়ী নয়’।

সরকারের দিকে আঙ্গুল তুলে তিনি আরও বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের পর চিকিৎসকদের পরামর্শ না মেনেই সরকার, প্রশাসন বা সাধারণ মানুষ সকলেই গাফিলতি করেছেন। যার কারণেই আজকে আমাদের এই পরিস্থিতি। এখন চিকিৎসকরা বলছেন তৃতীয় ঢেউ আসছে! এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? ভয় পেয়ে গুটিয়ে থাকা নাকি করোনার বিরুদ্ধে লড়ে যাওয়া, সেটা ঠিক করতে হবে। তবে ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর