গুগল ক্রোম ব্যবহার করেন? ঘটে যেতে পারে বড় বিপদ, কড়া সতর্কবার্তা জারি কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক : কম্পিউটার হোক কী ল্যাপটপ, ব্রাউজার হিসেবে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল ক্রোম (Google Chrome)। এই অ্যাপের মাধ্যমে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেননা তো? কারণ সদ্যই ক্রোম ইউজারদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র (Central Government)। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ (The Indian Computer Emargency Response Team) জানিয়েছে, ক্রোমের মাধ্যমেই ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে।

বছরের শুরুতেই ইউজারদের জন্য বিপজ্জনক খবর দিল ‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’। সংস্থাটি জানিয়েছে, গুগল ক্রোমের বেশ কয়েকটি ভার্সনে একাধিক ত্রুটি রয়েছে। আর এইসব ত্রুটিকেই হাতিয়ার করে জালিয়াতি শুরু করেছে জালিয়াতরা। ফোন, ল্যাপটপের উপর কব্জা করে সমস্তকিছু হাতিয়ে নিতে পারে দুস্কৃতিরা‌।

আসলে সাধারণ মানুষের সমস্ত ব্যক্তিগত তথ্য নিরাপদ রয়েছে কী না সেটা নিয়ে নিয়মিত খোঁজ খবর নেয় সিইআরটি-ইন দল। এই সংস্থাটি মূলত ইন্টারনেট এবং ডিভাইসে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের ত্রুটি খুঁজে বের করতে চায়। সেই সাথে নিজেদের ডিভাইসকে সুরক্ষিত রাখতে নানা ধরণের নির্দেশনাও দিয়ে থাকেন তারা।

আরও পড়ুন : ‘পরীক্ষা দিতে যেতে পারব তো?’ অশান্তি পরিবেশের মধ্যে আতঙ্কে ভুগছে সন্দেশখালির মাধ্যমিক পড়ুয়ারা

সংস্থাটি জানিয়েছে গুগল ক্রোমের সমস্ত ভার্সনের মধ্যে ক্রোম ১১৪.০.৫৭৩৫.৩৫০ ভার্সিটিতে সবচেয়ে বেশি ত্রুটি রয়েছে। যারা অ্যাপটি ব্যবহার করছেন তাদেরকে অবিলম্বে এই অ্যাপ্লিকেশনটি ফোন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সংস্থাটি। অথবা অবিলম্বে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। পাশাপাশি নিজের ডিভাইসে ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করার পরামর্শ দিচ্ছেন তারা।

আরও পড়ুন : দক্ষিণ ভারতেও এবার গেরুয়া ঝড়? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য! ঘুম উড়বে কংগ্রেসের

প্রসঙ্গত উল্লেখ্য, গত পয়লা ফেব্রুয়ারি থেকেই ‘সাইবার স্বচ্ছতা পক্ষ’ পালন করছে ‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’। নাগরিকরা যাতে সুরক্ষিত থাকে এবং সকলের ব্যক্তিগত তথ্য যাতে নিরাপদে থাকে তার জন্যই প্রচেষ্টা চালাচ্ছে এই সংস্থাটি। মূলত ইউজারদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপে ইন্টারনেট সংক্রান্ত সমস্যা দূর করার জন্যই এতকিছু।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর