কী কেলেঙ্কারি! বাঁশ বাগানে প্যান্ডেল খাটিয়েই চলল সরকারি চাকরির ইন্টারভিউ, বাংলায় ফের দুর্নীতির গন্ধ

বাংলা হান্ট ডেস্ক : বাঁশবাগানের মাঝেই একটি টেবিল পাতা। টেবিল ঘিরে পাঁচ-ছ’টা চেয়ার, সবকিছুকেই মুড়ে দেওয়া হয়েছে সাদা কাপড়ে। এখানে বসেই চলছে সরকারি চাকরির ইন্টারভিউ। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গের (West Bengal) মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গিতে। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল বাহিনী।

বাঁশ বাগানের মাঝে সরকারি চাকরির কথা শুনেই শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। খবর চাউর হতেই গ্রামবাসীরা বুঝে যায় যে, এটা একটা স্ক্যাম। প্রতারণার কথা বুঝতে পেরেই থানায় পৌঁছায় গ্রামবাসীরা‌। খবর মিলতেই ঘটনার তদন্ত করতে গ্রামের ঐ বাঁশ বাগানে এসে পৌঁছায় পুলিশ। দুস্কৃতিদের হাতেনাতে গ্রেফতারও করা হয়।

ঘটনাপ্রসঙ্গে স্থানীয় মানুষজন জানিয়েছেন, এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে সাহাবুল ইসলাম বলে এক ব্যক্তি। তিনি আরও বেশ কয়েকজনকে নিয়ে আসেন মুর্শিদাবাদের ঐ গ্রামে। গ্রামবাসীদের সামনে তাদের ইন্টারভিউ বোর্ডের সদস্য হিসেবে পরিচয় দেন তিনি।

আরও পড়ুন : ভোটের মুখে বিরাট ধাক্কা খেল জোট, NDA জয়েন করছেন ফারুক আবদুল্লাহ? করলেন বড় ঘোষণা

পুলিশ সূত্রে খবর, বহু আগে থেকেই প্রতারণার জাল বিছিয়েছিল এই দলটি। ইতিমধ্যেই একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে এই দলটি। এর আগে আরও অনেক জায়গাতেই এমন প্রচারণার জাল বিছিয়ে আসছে তারা। আর এবার তাদের নজর ছিল মুর্শিদাবাদের জলঙ্গির উপর।

আরও পড়ুন : একই দিনে ৩ তৃণমূল নেতাকে তলব ইডির, তালিকায় মহুয়াও! কোন মামলায় জেরা বহিষ্কৃত সাংসদকে?

সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেই প্রতারকদের আটক করে জলঙ্গি থানার পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু ল্যাপটপ এবং একাধিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে জলঙ্গি থানার পুলিশ। পাশাপাশি সাহাবুল ইসলামের খুঁটিনাটিও খতিয়ে দেখছে পুলিশ। সাহাবুল আরও কোন কোন চক্রের সঙ্গে জড়িত সেই বিষয়েও খোঁজ খবর চালাচ্ছে তদন্তকারীরা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর