বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সরকার (Government) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান যোজনা এবং পোস্ট অফিসের বিনিয়োগকারীদের জন্য নিয়ম পরিবর্তন করেছে। এমতাবস্থায়, এখন যাঁরা এই স্কিমগুলিতে বিনিয়োগ করছেন তাঁদের অবশ্যই PAN কার্ড এবং আধার কার্ড থাকতে হবে।
ইতিমধ্যেই এই নিয়মটি চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। পাশাপাশি, আপনিও যদি এই সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করে থাকেন এবং আপনার কাছে PAN কার্ড বা আধার কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনার যত তাড়াতাড়ি সম্ভব এগুলি তৈরি করা উচিত।
কেন এই নিয়মে পরিবর্তন করা হয়েছে: শুধু তাই নয়, আপনি যদি এটি না করেন সেক্ষেত্রে আপনাকে এই স্কিমগুলিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে না। মূলত, এই স্কিমগুলিতে বিনিয়োগ আরও স্বচ্ছ এবং সহজ করার লক্ষ্যে সরকার এই পরিবর্তন করেছে। এছাড়াও, সংশ্লিষ্ট স্কিমগুলিতে বিনিয়োগকারীদের অধিকার রক্ষার জন্যও এই পরিবর্তন করা হয়েছে।
সম্প্রতি, অর্থ মন্ত্রক এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, সরকার কর্তৃক জারি করা স্মল সেভিং স্কিমগুলিতে বিনিয়োগের জন্য আধার এবং PAN কার্ড বাধ্যতামূলক করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে আধার নম্বর ছাড়াই এই স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারতেন বিনিয়োগকারীরা।
বিনিয়োগ করতে হলে PAN কার্ড দেখাতে হবে: এছাড়াও, ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেকোনো ধরণের বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের আধার নম্বর জমা দিতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট সীমার বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই PAN কার্ড দেখাতে হবে। মূলত, সরকার পরিচালিত স্কিমগুলিতে এর ফলে বিনিয়োগ আরও স্বচ্ছ এবং সহজ হয়ে উঠবে।
এমতাবস্থায়, আপনার যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ছয় মাসের মধ্যে আপনাকে আধার নম্বর জমা দিতে হবে। এছাড়াও, আপনি যদি নির্দিষ্ট সীমার বেশি বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে PAN কার্ডও জমা দিতে হবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, একটি স্মল সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার যেসমস্ত নথিগুলির প্রয়োজন হবে সেগুলি হল ১.পাসপোর্ট সাইজের ছবি, ২. আধার নম্বর বা আধার এনরোলমেন্ট স্লিপ ৩. প্যান নম্বর। এদিকে, যদি কোনো বিনিয়োগকারী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩-এর মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড জমা না দেন, সেক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট আগামী ১ অক্টোবর ২০২৩ থেকে ব্যান করে দেওয়া হবে।