বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) মঙ্গলবার রাষ্ট্রীয় সুরক্ষার কারণ দেখিয়ে ৪৩ টি মোবাইল App নিষিদ্ধ করে দিলো। সরকার এই পদক্ষেপ ইনফরমেশন টেকনোলজি আইন ৬৯ এ অনুযায়ী উঠিয়েছে। সরকার এই বিষয়ে জানিয়েছে যে এই অ্যাপ এর বিরুদ্ধে এই পদক্ষেপ ভারতের অখন্ডতা, সুরক্ষা, প্রতিরক্ষা আর সার্বজনীন ব্যবস্থার জন্য পূর্বাগ্রহী গতিবিধিতে সংযুক্ত থাকার তথ্যের ভিত্তিতে করা হয়েছে।
Govt of India blocks 43 mobile apps from accessing by users in India, under section 69A of the Information Technology Act. Action taken based on inputs regarding these apps for engaging in activities prejudicial to India's sovereignty, integrity, defence, security & public order. pic.twitter.com/ACVffY3SKF
— ANI (@ANI) November 24, 2020
এর আগে ভারত সরকার তিনবার App এ নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার 29 জুলাই সিনের ৪৮ টি App নিষিদ্ধ করেছিল। সেগুলোর মধ্যে জনপ্রিয় App টিকটকও ছিল। এরপর সরকার আবার ৫৯ টি App নিষিদ্ধ করে দেয়। এরপর সেপ্টেম্বরে আরও একবার কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্র সরকার পাবজি সমেত ১১৮ টি চীনা মোবাইল App ব্যান করে দেয়।