বাংলা হান্ট ডেস্ক: বেকায়দায় খলিস্তানি জঙ্গিরা (Khalistan)। বড় পদক্ষেপ নিল ভারত সরকার (Indian Government)। আমেরিকা (America), ব্রিটেন (Britain), কানাডা (Canada) এবং অস্ট্রেলিয়ার (Australia) সমস্ত খলিস্তানি সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
এরই পাশাপাশি ওই তালিকা তৈরি করে জঙ্গিদের ওসিআই কার্ড (OCI Card) বাতিল এবং ভারতে তাদের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে যে, ভারতে খলিস্তানি সন্ত্রাসীদের সম্পত্তি এবং তাদের আত্মীয়, শুভাকাঙ্ক্ষীদের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি চিহ্নিত করতে হবে এবং সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, খলিস্তানি সমর্থকরা বিদেশে বসে তাদের অ্যাজেন্ডা চালায় এবং ভারতে বিনিয়োগ করে সম্পত্তি তৈরি করছে। তাদের ওসিআই কার্ড থাকায় ভারতে আসা যাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা নেই। সেই কারণেই তাদের ওসিআই কার্ড বাতিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার মৃত্যুর ঘটনায় ভারতকে দায়ী করেছে কানাডা সরকার। এরপর থেকেই খলিস্তান বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সম্প্রতি কানাডাবাসীর জন্য ভিসা পরিষেবা (Visa) বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার। ফলে কোনও কানাডার (Canada) নাগরিক আপাতত আর ভারতে আসতে পারবেন না। আর এই পরিস্থিতিতে যদি ওসিআই কার্ডও বাতিল করা হয়, তাহলে আর ভারতে আসতে পারবে না খলিস্তানি সন্ত্রাসীরাও।
অন্যদিকে, সরকারের নির্দেশ আসার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। খলিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুর (Gurpatwant Singh Pannun) অমৃতসর এবং চণ্ডীগড়ের বাড়িতে হানা দেওয়া হয়েছে। সেখানের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, কানাডার এই অহেতুক প্রমাণ ছাড়া দোষারোপ ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। অনেক দেশই কানাডাকে সমর্থন করেনি। আন্তর্জাতিক মঞ্চে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন খলিস্তানিদের আশ্রয় দেওয়া ট্রুডো (Justin Trudeau)। আর এর মধ্যেই খলিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে কেন্দ্র।