আর্থিক সংকটে রাজ্য, ভাঁড়ে মা ভবানী অবস্থা! এদিকে মন্ত্রীদের জন্য কয়েক কোটির গাড়ি কিনছে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে কর্ণাটক (Karnataka) রাজ্যের অবস্থা শোচনীয়। কর্ণাটকের ২৪৬টি তালুকার ৭৫ শতাংশ জায়গায় খরার মতো পরিস্থিতির মুখোমুখি। বর্তমানে রাজ্যটি আর্থিক সংকটের মুখোমুখি। আর এরই মধ্যে কর্ণাটক সরকার (Government of Karnataka) মন্ত্রীদের (Minister) জন্য ৩৩টি বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ পাঁচটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা কংগ্রেস সরকার এখনও তার নির্বাচনী প্রতিশ্রুতির শিকিভাগ পূরণ করতে পারেনি। কিন্তু জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) সরকার পুরো মন্ত্রিসভার জন্য ৩৩টি হাই-এন্ড হাইব্রিড গাড়ি কেনার অনুমোদন দিয়েছে।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি রিপোর্ট অনুযায়ী, প্রায় দুই মাস আগে সিদ্দারামাইয়াকে একটি ফরচুনার এসইউভি বরাদ্দ করা হয়েছে। এখন ১৭ আগস্ট জারি করা আদেশ অনুযায়ী ৩৩ জন মন্ত্রীকে গাড়ি কিনতে বলা হয়েছে। এই সমস্ত মন্ত্রীদের জন্য ৩০ লক্ষ টাকা দামের একটি করে নতুন হাইব্রিড SUV কেনা হবে। এই আদেশে বলা হয়েছে যে ৩৩ জন নতুন মন্ত্রীর জন্য নতুন ইনোভা হাইক্রস-হাইব্রিড SUV-এর জন্য প্রায় ৯.৯ কোটি টাকা খরচ হতে চলেছে।

আর এই গাড়িগুলি জন্য, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (DPAR) কর্ণাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-1999 (KTPP)-এর ধারা 4G-এর অধীনে ছাড়ের জন্য বেঙ্গালুরুতে Toyota-Kirloskar মোটর কোম্পানির কাছে সরাসরি যোগাযোগ করবে। বলে দিই, এই যানবাহন কেনার ক্ষমতা DPAR-র হাতে রয়েছে।

‘কেটিপিপি আইন’ অনুযায়ী, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তখনই সরকার দ্বারা 4G ছাড় চাওয়া হয়। এছাড়াও, নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত তখন নেওয়া হয় যখন পুরনো গাড়িটি হয় ১ লাখ কিলোমিটার চলেছে বা সেটি ৩ বছরের বেশি পুরনো। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন বছরে মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার আমলে ২০২০ সালে শেষ আদেশ দেওয়া হয়েছিল। সাধারণত, ক্ষমতায় আসা প্রতিটি নতুন সরকার নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়।

একজন DPAR আধিকারিক বলেছেন যে, এটি একটি ঐতিহ্য যে যখন নতুন মন্ত্রী নিয়োগ করা হয়, তখন  মুখ্যমন্ত্রী মন্ত্রীদের রাজ্য জুড়ে তাদের আরামদায়ক ভ্রমণের জন্য নতুন যানবাহন কেনার অনুমতি দেন। মজার ব্যাপার হলো, কোনো মন্ত্রী ব্যক্তিগতভাবে নতুন গাড়ির জন্য অনুরোধ করার কথা স্বীকার করেননি বলে দাবি করা হয়েছে। কিন্তু তাদের দেওয়া পুরনো গাড়ির বদলে অন্য গাড়ি দাবি করছেন তারা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর