জল্পনার অবসান! সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘দাদা’র জুতোয় পা গলাচ্ছেন এই অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : টিনসেল নগরীতে এখন বায়োপিকের রমরমা। ধোনি, সচিনের পর এবার শুরু সৌরভের (Sourav Ganguly) বায়োপিকের (Biopic) জল্পনা। ছবিতে মূখ্য চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এতদিন জল্পনার শেষ ছিলনা। কখনও উঠে এসেছিল হৃত্বিকের নাম তো কখনও শোনা যাচ্ছিল রণবীর কাপুর অভিনয় করবেন মহারাজার ভূমিকায়। যদিও এই কোনও জল্পনাতেই শিলমোহর দেননি সৌরভ গাঙ্গুলি।

তবে এবার হল পর্দা ফাঁস। সূত্রের খবর, হাজার একটা জল্পনার পর অনস্ক্রিন সৌরভ গাঙ্গুলিকে বেছে নিয়েছেন নির্মাতারা। আর তাতে নাকি সম্মতি জানিয়েছেন খোদ দাদাও। পাশাপাশি এটাও খবর যে, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই শুরু হবে শুটিং।

ছবির বাজেটের কথা বললে, আপাতত ১৫০ কোটি টাকার বাজেট ধরে রেখেছেন নির্মাতারা। তারমধ্যে সৌরভের নাম ভূমিকায় বলিউডের কোন রথীকে দেখা যাবে, সেই নিয়ে জল্পনা প্রথম থেকেই। এবং কয়লার মধ্যে হীরা খোঁজার মত করে আয়ুষ্মান খুরানাকে তুলে এনেছেন নির্মাতারা। হ্যাঁ, দাদার ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরবেন নাকি আয়ুষ্মান খুরানা-ই।

আরও পড়ুন : পাঠান বাচ্চা! ২ ঘণ্টাতেই বিক্রি এত হাজার টিকিট, প্রথমদিনেই ১০০ কোটির ব্যবসা করবে জওয়ান

প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভ নিজে তার এই বায়োপিক লিখছেননা। তিন গল্পের আকারে তার জীবনের গল্প বলে যাচ্ছেন আর সেই গল্প ক্যামেরার রেকর্ড করে রাখছেন প্রোডাকশনের লোকজন। উল্লেখ্য, বায়োপিক নিয়ে কিছুদিন আগে মহারাজ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।”

আরও পড়ুন : ‘পুরাতন’র হাত ধরেই বাংলায় কামব্যাক শর্মিলার, বড় চমক রেডি করছেন ঋতুপর্ণা

aayushmann khurana sourav ganguly sportstiger 1685381434471 original

ডোনার আরও সংযোজন, “আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুকস’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।” উল্লেখ্য, গত ৩ বছর ধরেই সৌরভের বায়োপিকের আলোচনা চলছে। এই বিষয়ে সৌরভ বলেন, ‘বড় পর্দায় আমার আমার ক্রিকেট ব্যাট-বলের গল্প ফুটে উঠবে। আমি রোমাঞ্চিত।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর