ফ্রি-র জমানা শেষ! এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য দিতে হবে টাকা, বড় সিদ্ধান্ত Meta-র

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। শুধু তাই নয়, যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রাম (Instagram) হল দু’টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে, আপনিও যদি এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মেটা (Meta) তার দু’টি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেইড ভার্সানের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এবার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে অর্থব্যয় করতে হবে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইউরোপের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেটা।

Now you have to pay for using Facebook, Instagram

পাশাপাশি ওই রিপোর্টে দাবি করা হচ্ছে যে বিজ্ঞাপন ও প্রাইভেসির প্রসঙ্গে ইউরোপিয় ইউনিয়নের ক্রমাগত চাপের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি, সংস্থাটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেইড ভার্সান ভারতেও লঞ্চ করতে পারে। যদিও এই বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাঠান বাচ্চা! ২ ঘণ্টাতেই বিক্রি এত হাজার টিকিট, প্রথমদিনেই ১০০ কোটির ব্যবসা করবে জওয়ান

জানা গিয়েছে, ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলির ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের দু’টি সার্ভিস থাকবে। যার একটি পেইড এবং অন্যটি বিনামূল্যে মিলবে। যাঁরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেইড সার্ভিস গ্রহণ করবেন তাঁদের ওই প্ল্যাটফর্মগুলিতে বিজ্ঞাপন দেখানো হবে না। তবে, ফ্রি ভার্সানের ক্ষেত্রে আগের মতোই বিজ্ঞাপন দেখানো হবে। তবে, মেটার তরফে এখনও এই সিদ্ধান্তের বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার SBI-তে বিপুল শূন্যপদে চলছে নিয়োগ, এভাবে করুন আবেদন

এছাড়াও, পেড ভার্সানের ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে কত টাকা নেওয়া হবে সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, এছাড়া একই পেইড সার্ভিসের অধীনে ইনস্টাগ্রাম এবং ফেসবুক উভয়ই ব্যবহার করা যাবে নাকি উভয়ের জন্য আলাদা প্ল্যান নিতে হবে সেই বিষয়টি সম্পর্কেও কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে ইউরোপিয় ইউনিয়নের তদন্তের মুখোমুখি হচ্ছে মেটা। এছাড়াও, সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর