‘পুরাতন’র হাত ধরেই বাংলায় কামব্যাক শর্মিলার, বড় চমক রেডি করছেন ঋতুপর্ণা

বাংলা হান্ট ডেস্ক : কেরিয়ারের সূচনা, জীবনের সূচনা সবটাই বাংলা থেকে অথচ বহুদিন বাংলার সাথে আর কোনও সম্পর্কই নেই তার। তবে এবার বাংলার মেয়ে ফিরছেন বাংলাতেই। দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলায় ফিরতে চলেছেন শর্মিলা ঠাকুর (Sarmila Thakur)। আর এই গোটা ঘটনার পেছনে রয়েছেন টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

সূত্রের খবর, এই ছবির পরিচালনা করবেন সুমন ঘোষ। এবং ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ অভিনেত্রী। ছবিতে শর্মিলা ও ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সূত্রের খবর ছবির নাম ‘পুরাতন’। এই ছবির চিত্রনাট্যে ফিরবে একটি আবেগঘন মা ও মেয়ের গল্প।

চর্চিত এই ছবিতে শর্মিলা ঠাকুর মিসেস সেন নামক একটি চরিত্রে অভিনয় করবেন। এদিকে তার মেয়ের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইন্দ্রনীলকে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর ভূমিকায়। গত শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয় এই ছবির। এইদিন উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী।

আরও পড়ুন : হাসপাতালের বিছানায় পটলকুমার! জটিল অস্ত্রপচারের পর কেমন আছেন খুদে অভিনেত্রী?

ছবি প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলা ছবির প্রস্তাব যখনই আসে ভালো লাগে। ১৪ বছর পর বাংলা ছবি করছি ঋতুর হাত ধরে। এই ছবির গল্প আমায় নাড়িয়ে দেয়। সুমন যখন আমায় চিত্রনাট্য শোনান, সেটা শোনার পরই আমার মনে হয়েছিল এই ছবিটা আমার করা উচিত।’

আরও পড়ুন : সাক্ষাৎ মা দুর্গা! দেবচন্দ্রিমার নতুন ফটোশুট দেখে চোখ সরাতে পারছেনা নেটিজনরা

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় শর্মিলা ঠাকুরের শেষ ছবি অন্তহীন। দীর্ঘ ১৪ বছর পর বাংলায় ফিরতে পেয়ে অভিনেত্রী বলেন, “এখন আসলে ভাল ছবি করতে চাই। ঋতুপর্ণার সঙ্গে দীর্ঘদিন আমার পরিচয়। সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটা ভাল ছবি আমরা উপহার দিতে পারব।”

আরও পড়ুন : পঞ্চমী এখন অতীত, শীঘ্রই নতুন সিরিয়ালে কামব্যাক করছেন রাজদীপ! সঙ্গী এই সুন্দরী নায়িকা

eds to go with story mumbai bollywood actor sharmila tagore in a still fro

শর্মিলাকে রাজি করানোর প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘‘আসলে সুমনের সঙ্গে বিষয়টা নিয়ে আমার কথা হয়। পরে আমরা ওর সঙ্গে আলোচনা করতে উনি চিত্রনাট্য পড়ে সম্মতি জানান।’’ আপাতত ‘কাবুলিওয়ালা’ ছবির কলকাতা পর্বের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সুমন। সূত্রের খবর, চলতি বছরের ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনেই শুরু হবে এই ছবির শ্যুটিং। তখনই কলকাতায় আসবেন অভিনেত্রী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর