পঞ্চমী এখন অতীত, শীঘ্রই নতুন সিরিয়ালে কামব্যাক করছেন রাজদীপ! সঙ্গী এই সুন্দরী নায়িকা

বাংলা হান্ট ডেস্ক : বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে ‘পঞ্চমী’র (Panchami) সফর। তবে মেগা শেষ হওয়ার মাস দুয়েক আগেই সিরিয়াল থেকে নিজের নাম সরিয়ে নেন রাজদীপ (Rajdeep Gupta)। সেটা নিয়ে ব্যাপক জলঘোলা হয় সেইসময়। তবে রাজদীপ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে, কোনোরকম ঝামেলা নয় মাঝপথে সিরিয়াল ছাড়াটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।

সূত্রের খবর, সান বাংলার নতুন এই মেগায় হিরোর ভূমিকায় অভিনয় করবেন রাজদীপ রায়। এমনিতেই রুকমা রায়ের ‘রূপ সাগরে মনের মানুষ’ সিরিয়ালটির কারণে রীতিমত চর্চায় এই চ্যানেল। তারপর রাজদীপ আসার কারণে সেই চর্চা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। সূত্রের খবর, এই মেগায় রাজদীপের সাথে জুটি বাঁধবেন জ্যাসমিন রায়।

যদিও জ্যাসমিনকে নিয়ে এখনও কোনও চূড়ান্ত খবর সামনে আসেনি। ইন্ডাস্ট্রির একাংশের কথায়, একাধিক জুটিকে নিয়ে কাহিনি বিন্যাস এখন টেলিপাড়ার নতুন ট্রেন্ড। আর সেই ট্রেন্ডকেই ফলো করতে চলেছেন নির্মাতারা। উল্লেখ্য, কিছুদিন আগেই জ্যাসমিনকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে তানির চরিত্রে দেখা গিয়েছে। যদিও সেবার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। লিড অভিনেত্রী হিসেবে তাকে শেষবার দেখা গেছিল সান বাংলারই ‘আমার সোনা চাঁদের কোনা’।

আরও পড়ুন : কেবল ‘জওয়ান’ নয়, তার আগে এই ৮ টি ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ! নাম জানেন?

প্রসঙ্গত উল্লেখ্য, পেশাদার জীবনের পাশাপাশি জ্যাসমিনের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। অভিনেতা গৌরব মন্ডলের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়েও চলেছিল বিস্তর জল্পনা। তবে সেই সম্পর্কে ফাটল ধরেছে বহু আগেই। গৌরব এখন জ্যাসমিনকে ভুলে বিদেশিনীতে মজেছেন। এদিকে জ্যাসমিনও নাকি প্রেম করছেন।

rajdeep gupta and jasmine roy teamed up for a new serial deets inside

এই বিষয়ে রাজদীপের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কথাবার্তা হয়েছে তবে এখনও কিছুই পাকা হয়নি। অভিনেতার কেরিয়ারের কথা বললে, ‘ওগো বধূ সুন্দরীর’র ঈশান হিসাবে কেরিয়ারের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন রাজদীপ। সম্প্রতি ওটিটি-র দিকেই বেশি ঝুঁকেছেন তিনি। ডেবিউ করেছেন বড়ো পর্দাতেও। মাঝে পঞ্চমীর হাত ধরে ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। আর এবার সান বাংলায় ফেরার কথা শোনা যাচ্ছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর