কেবল ‘জওয়ান’ নয়, তার আগে এই ৮ টি ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ! নাম জানেন?

বাংলা হান্ট ডেস্ক : সদ্য প্রকাশিত ‘জওয়ান’ (Jawan) ছবির ট্রেলার থেকে একটা কথা স্পষ্ট যে, ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ (Shah Rukh Khan)। এবং তারমধ্যে একজন দেশপ্রেমিক সৈনিক এবং অপর জন ছবির ভিলেইন। বলিউড বাদশার এই দ্বৈত রূপ (Double Role) দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, শাহরুখ অতীতেও ভিলেন বা নেতিবাচক চরিত্রে প্রচুর প্রশংসা পেয়েছেন।

তাছাড়া এই ট্রেলারের (Jawan Trailer) একটা জায়গায় শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, যখন তিনি ভিলেইন হিসেবে আসেন তখন কেউ তার সাথে পাল্লা দিতে পারেনা। তবে এটিই প্রথম নয় যখন কোনো ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। জওয়ান দেখার আগে একবার জেনে নিন সেই ছবিগুলো।

ফ্যান (2016) : শাহরুখকে শেষবার এই ছবিতে ডাবল রোলে দেখা গিয়েছিল ফ্যান ছবিতে। প্রথম ভূমিকায় ছিলেন চলচ্চিত্র তারকা আরিয়ান খান্না, দ্বিতীয়টিতে ছিলেন আরিয়ানের বড় ভক্ত গৌরব। শিল্পীর এই ফ্যান নিজেই তার এক নম্বর শত্রু হয়ে ওঠে।

Ra.One (2011) : এছাড়াও ‘রাওয়ান’ নামক সায়েন্স ফিকশনে দ্বৈত চরিত্রে হাজির হন। তিনি প্রথমে গেম ডেভেলপার শেখর সুব্রামানিয়াম হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর গেম থেকে বাস্তব জগতে আসা বিপজ্জনক ভিলেন রা.ওয়ানকে থামাতে জি ওয়ান আকারে আসে।

রাব নে বানা দি জোদি (2008) : এই রোমান্টিক সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। একজন যেমন লাজুক অপরজন তেমনই স্মার্ট।

ওম শান্তি ওম (2007) : ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কাল্ট ক্লাসিক ছবি হল ‘ওম শান্তি ওম’। প্রথমে ওম প্রকাশ মাখিজা চলচ্চিত্রে অতিরিক্ত চরিত্রে অভিনয় করেন এবং তিনি অভিনেত্রী শান্তির ভক্ত। মৃত্যুর পর তিনি ওম কাপুর হিসেবে নতুন জন্ম নেন।

ডন (2006) : অমিতাভ বচ্চন অভিনীত ডন-এর রিমেকে, শাহরুখ আসল ছবির মতো ডাবল রোলে ছিলেন। একটি ভূমিকা ছিল ডনের, যে একজন বিপজ্জনক গ্যাংস্টার। দ্বিতীয় চরিত্রটি বিজয়।

Paheli (2005) : অমল পালেকার পরিচালিত, এই চলচ্চিত্রটি একটি রাজস্থানী লোককাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এই ছবিতেও দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। শাহরুখের অপর চরিত্রটি ছিল একটি ভূত।

ডুপ্লিকেট (1998) : শাহরুখ খান ডুপ্লিকেট ছবিতেও দ্বৈত চরিত্রে ছিলেন। একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক। শাহরুখের চরিত্রগুলোর নাম ছিল বাবলু ও মনু।

করণ-অর্জুন (1995) : এই ছবিতে সালমান খানের সাথে শাহরুখকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায়। তিনি প্রথম চরিত্রে অর্জুন সিং, দ্বিতীয় চরিত্রে বিজয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর