প্রোফাইল পিকচার কালো করে খিল্লির পাত্র হল পাকিস্তান! জানা গেল আসল কারণ

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের সরকারি ফেসবুক প্রোফাইলের ছবি কালো (Black Profile Picture) করে দেওয়া হল। বৃহস্পতিবার রাত ১০টায় ‘গভর্মেন্ট অফ পাকিস্তান’-এর (Government of Pakistan) ফেসবুক প্রোফাইলের ছবি বদল করে অন্ধকার করে দেওয়া হয়েছে।

কিন্তু কী কারণ? জানা যাচ্ছে, কাশ্মীরি (Kashmir) এবং পাকিস্তানিরা কাশ্মীরে নিহত মানুষদের স্মরণে প্রতি বছর ২৭ অক্টোবর ‘কালা দিবস’ পালন করা হয়। প্রতি বছর, এই দিনটিতে কাশ্মীরি জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামে সংহতি প্রকাশ এবং সমর্থন করা হয়। ১৯৪৭ সালের ২৭ অক্টোবর, বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা আন্দোলন করলে প্রথমে শ্রীনগরে (Srinagar) অবতরণ করে ভারতীয় সৈন্যরা।

সেই ২৭ অক্টোবরই ‘কালা দিবস’ বা ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করে পাকিস্তান। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রোফাইল পিকচার কালো করে দেয় পাকিস্তানের সরকার। এরপরই সেই পোস্টে রীতিমতো মশকরা শুরু করে ভারতীয়রা। কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘এটাই পাকিস্তানের ভবিষ্যত’। শুধু তাই নয়, কিছু কিছু পাকিস্তানিরাও নিজেদের দেশ নিয়ে লিখেছেন, ‘এটা আমাদের ভবিষ্যত’। আবার একজন লিখেছেন, ‘গ্র্যাজুয়েশনের পর আমার ভবিষ্যত’। ২৭ তারিখ হলেও, ২৬ তারিখ কালো প্রোফাইল পিকচার রেখেছে পাকিস্তান। তবে চরম হেনস্থার শিকার হওয়ায় সকাল হতেই ফের কালো প্রোফাইল পিকচার সরিয়ে দিয়েছে ওই দেশের সরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবারই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) আরএস পুরা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিএসএফ(BSF) সূত্রে খবর, এদিন রাত ৮টা নাগাদ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে গোলাগুলি ছোড়া শুরু করেছে পাকিস্তান। বিএসএফ-এর একটি ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভারতীয় সেনাও (Indian Army) পাল্টা জবাব দেয়।

Avatar
Monojit

সম্পর্কিত খবর