বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের পর ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের! অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এদেশের সেনা (Indian Army)। কোনও সাধারণ নাগরিককে নিশানা না করা হলেও ভারতের ওপর পাল্টা হামলা চালাতে উদ্যত হয় পাকিস্তান। কড়া জবাব দেয় ভারত। বৃহস্পতিবার রাতে একযোগে জল, স্থল ও বায়ুপথে হামলা চালানো হয়। ‘ত্রিফলা’ আক্রমণে নাস্তানাবুদ হয়ে যায় এই দেশ। এরপরেই সামনে আসে পাক সরকারের (Government of Pakistan) ‘লোন’ চাওয়ার আর্জি!
ভারতের সঙ্গে যুদ্ধের আবহে দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান (Government of Pakistan)?
শুক্রবার সকালে পাকিস্তান সরকারের ইকোনমিক অ্যাফেয়ারস ডিভিশনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি টুইট করা হয়। লেখা হয়, ‘শত্রু দ্বারা হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক পার্টনারদের কাছে আরও ঋণের আবেদন জানাচ্ছে পাক সরকার। ক্রমবর্ধমান যুদ্ধ ও স্টক ক্র্যাশের আবহে আন্তর্জাতিক পার্টনারদের কাছে আমাদের আবেদন, এই উত্তেজনা হ্রাস করতে সাহায্য করা হোক’।
Govt of Pakistan appeals to International Partners for more loans after heavy losses inflected by enemy. Amid escalating war and stocks crash, we urge international partners to help de-escalate. Nation urged to remain steadfast. @WorldBank #IndiaPakistanWar #PakistanZindabad
— Economic Affairs Division, Government of Pakistan (@eadgop) May 9, 2025
এদিন সকাল ৯টা নাগাদ এই টুইট করা হয়। নিমেষের মধ্যে তা শোরগোল ফেলে দেয় গোটা বিশ্বে। তাহলে কি ভারতের সঙ্গে যুদ্ধের আবহেই দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান? মাথাচাড়া দেয় এই প্রশ্ন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এই টুইট ভুয়ো। পাক সরকারের (Government of West Bengal) ইকোনমিক অ্যাফেয়ারস ডিভিশনের অফিশিয়াল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ঘরে-বাইরে জেরবার পাকিস্তান! ভারতের সঙ্গে যুদ্ধের আবহেই দু’ভাগ? স্বাধীন হয়ে গেল বালোচিস্তান?
উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি এমনিতেই ধুঁকছে। তার ওপর ভারতের সঙ্গে এই সংঘাত। সেদেশের একাধিক শহরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। গতকাল রাতে পাকিস্তানের একাধিক শহরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। আইএনএস বিক্রান্তের দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে করাচি বন্দর। এমনটাই খবর মিলেছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পার্টনারদের কাছে পাক সরকারের (Government of Pakistan) আরও ঋণ চাওয়ার আর্জি রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যদিও পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দাবি, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। ঋণের আবেদন জানানো ওই টুইটটি ‘ভুয়ো’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে।