DA নিয়ে বড় ঘোষণা থেকে সাব কমিটি গঠন! সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন। কেন্দ্রের পথে হেঁটে এরপর বেশ কয়েকটি রাজ্যও মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এবার ফের ডিএ নিয়ে নয়া খবর সামনে এল। জানা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে আজই বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

  • দীপাবলির আগেই ডিএ (Dearness Allowance) নিয়ে সুখবর?

বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এরপরেই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার ডিএ নিয়ে বড় ঘোষণা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) সমস্যা সমাধান করতে একটি ক্যাবিনেট সাব-কমিটি তৈরির কথাও ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, রাজ্য সরকারের নানান দফতর ভিত্তিক বৈঠক করবে ওই সাব-কমিটি।

রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের যে কোনও সমস্যা সমাধান করতে রাজ্য তৈরি, মুখ্যমন্ত্রী এমন আশ্বাস দিয়েছেন। সরকারি কর্মীদের সংগঠনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করাটা প্রথম পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের অভাব অভিযোগের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজ্য (Government of Telangana) বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ উৎসাহ ভাতা থেকে দুর্নীতি দমন! দুর্যোগের আবহেই বিরাট ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের কর্মচারীদের জন্য যে ক্যাবিনেট সাব-কমিটি বানানো হয়েছে, তার চেয়ারম্যান উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্ক। সেই সঙ্গেই ওই কমিটিতে আছেন মন্ত্রী ডি শ্রীধর বাবু ও পোন্নাম প্রভাকর। রাজ্যের উপদেষ্টা কে কেশব রাওকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। জানা যাচ্ছে, দিওয়ালির পর ওই ক্যাবিনেট সাব-কমিটি বৈঠকে বসবে।

Dearness Allowance

রাজ্য সরকারি কর্মীদের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হল, বকেয়া ডিএ-র (Dearness Allowance) কিস্তি নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। গত সপ্তাহে বিরোধী নেতা তথা প্রাক্তন মন্ত্রী হরিশ রাও বলেন, ক্ষমতায় আসার সময় শাসকদলের তরফ থেকে বলা হয়, বকেয়া তিন কিস্তির টাকা শোধ করে দেওয়া হবে। সেটা মেটানো হয়নি। উল্টে বকেয়া কিস্তির পরিমাণ তিন থেকে বাড়িয়ে পাঁচ করে দেওয়া হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর