বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আগামী ৭ মে তৃতীয় দফায় ভোটগ্রহণ। এরই মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিশ জারি করেছে। ৩০ এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দু’টি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিশে জানানো হয়েছে, কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে এই দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু হবে।
নির্দেশিকায় জানানো হয়েছে, এই সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১-এর নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায়।
আরও পড়ুন: SSC ২০১৬ সালের পর ২০২০-তেও দুর্নীতি? দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করল হাই কোর্ট
একই সঙ্গে জানানো হচ্ছে জহর বিল্ডিংয়ে অবস্থিত ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ২-এর নতুন ঠিকানা হচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায়। অর্থাৎ এখন থেকে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের নিজেদের প্রয়োজনে এই নতুন ঠিকানায় যেতে হবে। আগামী সপ্তাহ থেকে আর পুরোনো ঠিকানায় গিয়ে কাজ হবে না।