‘যেখানে গুন্ডা বলার, সেখানে বলতে হবে’! চাকরিহারাদের ‘হুলিগান’ বলা নিয়ে সপাট জবাব কল্যাণের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একাধারে তিনি তৃণমূল সাংসদ, অন্যদিকে রাজ্যের আইনজীবী। এবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) একটি মন্তব্য ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। সম্প্রতি তিনি বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের ‘হুলিগান’ তথা ‘গুন্ডা’ বলে সম্বোধন করেন। ইতিমধ্যেই এর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারা আন্দোলনকারীরা। তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা সজল ঘোষও (Sajal Ghosh)।

চাকরিহারাদের ‘গুন্ডা’ বলা নিয়ে কী বললেন কল্যাণ (Kalyan Banerjee)?

এদিন বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতেই সওয়াল করার সময় আন্দোলনকারীদের ‘হুলিগান’ বলে সম্বোধন করেন কল্যাণ। রাজ্যের আইনজীবী বলেন, ‘হুলিগানদের জন্য স্তব্ধ হয়ে পড়েছে ভিজিল্যান্স কমিশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও এসবিআইয়ের শাখা’।

সুপ্রিম রায়ে চাকরিহারাদের কল্যাণ ‘হুলিগান’ তকমা দিতেই দেখা দিয়েছে বিতর্ক। এক আন্দোলনকারী এই বিষয়ে বলেন, ‘সুখের জীবন ছেড়ে আজ এখানে এসেছি। হতদরিদ্রের মতো রাস্তায় বসে আছি আর আমাদেরই হুলিগান বলছেন!’

আরও পড়ুনঃ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে সরকার! ‘এই’ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

আরেক আন্দোলনকারী আবার বলেন, ‘এত বছর ধরে আমরা ছাত্রছাত্রীদের পড়িয়েছি। এই ধরণের নোংরা মন্তব্য করলে তাঁদের কাছে কী বার্তা পৌঁছবে?’ রাজ্যের আইনজীবীর মন্তব্যের বিরোধিতা করেছেন বিজেপি (BJP) নেতা সজলও।

পদ্ম নেতা বলেন, ‘কোনও একদিন এই শিক্ষকরাই এদের পড়িয়েছেন। সেই শিক্ষকদের কেউ যদি এভাবে হুলিগান বলে, তাহলে কিছু বলার নেই। উনি আসলে তৃণমূল কংগ্রেসের ভেতরের কিছু শিক্ষককে দেখে সমগ্র শিক্ষককূলকে বিচার করছেন’।

TMC MP Kalyan Banerjee and 9 other suspended for chaos over Waqf Bill in JPC meeting

অন্যদিকে যার মন্তব্য ঘিরে এত বিতর্ক, সেই কল্যাণ (Kalyan Banerjee) নিজের মন্তব্যে অনড়। চাকরিহারাদের ‘গুন্ডা’ সম্বোধন করা নিয়ে রাজ্যের আইনজীবীর সপাট জবাব, ‘যেখানে হুলিগান বলার, সেখানে হুলিগান বলতে হবে। ১৫ মে যা হয়েছে, সেটাকে আপনি কী বলবেন? যেভাবে সব ভেঙে দিয়েছে, সেগুলো বলব না?’

উল্লেখ্য, এসএসসি ২৬,০০০ মামলায় সুপ্রিম রায় আসার পর থেকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রতিবাদ করছেন। বিকাশ ভবনের সামনে অবস্থান নিয়ে কলকাতা হাইকোর্ট অবধি জল গড়িয়েছে। আজও এই নিয়ে জোরালো সওয়াল জবাব হয়। শেষে রাজ্য ও চাকরিহারা, উভয় পক্ষকেই একগুচ্ছ নির্দেশ দিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X